হোম > সারা দেশ > ঢাকা

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

ছবি: আমার দেশ।

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে এক মৎস্য ব্যবসায়ীর প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহঃস্পতিবার (১ জানুয়ারী) ভোর রাতে উপজেলা বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া রুইতার বিলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একইদিন বিকেলে মুকসুদপুর থানায় ৩ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, কহলদিয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী মন্টু মোল্যা প্রতি বছরের ন্যায় এবার রুইতার বিলে, পুকুর লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। কেউ তার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরে থাকা সব মাছ নিধন করে।

এ বিষয়ে মন্টু মোল্লা বলেন, এ বছর আমি এ বিলে ৫ টি পুকুর লিজ নিয়ে দেশীয় প্রকৃতির মাছ চাষ করে আসছি। কেউ বিষ প্রয়োগ করে আমার পুকুরে থাকা সব মাছ নিধন করে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে। আমি এখন সর্বস্বান্ত হয়ে গেছি।

এ ঘটনায় ভুক্তভোগী মন্টু মোল্লা বাদী হয়ে মুকসুদপুর থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, ইসরাফিল শেখ, আসাদ কাজী ও রফিক শেখ।

মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার সুকান্ত বাউল বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হলফনামা নিয়ে সংবাদে আপত্তি জামায়াত প্রার্থী শফিউল আলমের

রাষ্ট্রীয় শোক দিবসে স্কুল খোলা রাখায় প্রধান শিক্ষক লাঞ্ছিত

কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আটক

ডিবি পরিচয়ে ডাকাতি, ৪ মাইক্রোবাস উদ্ধার, আটক চক্রের ৪ সদস্য

আ.লীগ নেতা সাজিয়ে জামায়াতকর্মী গ্রেপ্তার, নিন্দা

ব্যাংকে ফয়জুল করিমের ১ হাজার টাকা থাকলেও স্ত্রীর স্বর্ণ ১৮৭ ভরি

আমীর খসরুকে নিয়ে খালেদার ক্ষোভের অডিও ভাইরাল

খুবির আওয়ামীপন্থি শিক্ষিকার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কাউনিয়ায় মন্দিরে প্রার্থনা