হোম > সারা দেশ > ঢাকা

নিষিদ্ধ সময়ে ইলিশ কেনায় ৪ জনকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মা ইলিশ সংরক্ষণকালীন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ কেনার অভিযোগে চারজন ক্রেতাকে আটক করে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার হাসাইল এলাকায় পদ্মা নদীর পাড়ে টংগিবাড়ী থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তিনজনকে ১০ হাজার টাকা ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা প্রায় ১৫০ কেজি ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

টংগিবাড়ী থানার ওসি মো. সাইফুল আলম বলেন, প্রজনন মৌসুমে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদের ওপর সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে, যা ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।

তিনি আরও জানান, কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদীতে ইলিশ ধরে বিক্রি করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চার ক্রেতাকে আটক করে। আটক ব্যক্তিদের নাম নিরঞ্জন, সিরাজ, ইকবাল ও রাকিব।

ওসি বলেন, “মাছের বংশবৃদ্ধি ও প্রজনন রক্ষায় এই অভিযান চলমান থাকবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বাজারজাত করার দায়ে চারজনকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছ সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।”

খুনের রাজ্য তৈরি করেন আসাদুজ্জামান নূর

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ২

ডাকসু নিয়ে এতটা কল্পনাও করিনি: এস এম ফরহাদ

আজ রাতে নিষেধাজ্ঞা শেষ, নদীতে নামতে প্রস্তুত দৌলতখানের জেলেরা

জামায়াতের অফিস ভাঙচুর মামলায় কারাগারে সাংবাদিক

জামায়াত নয় মদীনার ইসলামকে সাপোর্ট করি: মুফতি মনির কাসেমী

মতলবে চার ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন মা

জামায়াতের কেন্দ্রীয় আমির নির্বাচনে ঝালকাঠিতে ভোট

‘নির্বাচনে শামীমকে ধানের শীষ না দিলে ১০ মিনিট টিকতে পারবেন না’

ভোটের আশায় আ.লীগ নেতার কবর জিয়ারত করলেন জামায়াত প্রার্থী