হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ, বদলি ১০

জেলা প্রতিনিধি, নোয়াখালী

প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান তিন দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে নোয়াখালীতে ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এসব স্কুলের সব শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা অফিস শোকজ নোটিস দিয়েছে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের বিভিন্ন জেলার ৪২ জন সহকারী শিক্ষককে প্রশাসনিক কারণে অন্য জেলাতে বদলি করেছে। এ সরকারি সিদ্ধান্তের কারণে নোয়াখালীর ১০ শিক্ষককে বদলি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় যে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব পৃথকভাবে কারণ দর্শানোর নোটিস দেন।

নোটিসে উল্লেখ করা হয়, ২ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলছে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা নেননি।

তারা কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে বাধা সৃষ্টি করেছেন এবং বিদ্যালয়ে তালা লাগানো হয়েছে, যা দায়িত্বহীন আচরণ।

নোটিসে আরো বলা হয়, সরকারি কর্মচারী হিসেবে এ ধরনের আচরণ সরকারি কর্মচারী আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নোয়াখালীর ১০ জন শিক্ষককে শাস্তিমূলক বদলি করে। এর মধ্যে চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিস আক্তারকে চাঁদপুরের হাজীগঞ্জে।

চাটখিল শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম জিল্লুর রহমানকে চাঁদপুরের শাহরাস্তিতে। সদরের ত্রিফালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুউদ্দিনকে লক্ষ্মীপুরের রায়পুরে। সেনবাগ উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর হোসেন সুমনকে লক্ষ্মীপুরের রায়পুরে।

সেনবাগ ছাতারপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মাওলা বাবুকে লক্ষ্মীপুরের রায়পুরে, সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিন ভূঁইয়াকে লক্ষ্মীপুরের কমলনগরে, সোনাইমুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলামকে লক্ষ্মীপুরের কমলনগরে, সদরের চরশল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ উদ্দিনকে লক্ষ্মীপুরের সদরে, কবিরহাটের ছাপরাশিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক আব্দুল করিমকে লক্ষ্মীপুরের কমলনগরে, কবিরহাটের মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিফাতুর রহমানকে চাঁদপুরের ফরিদগঞ্জে বদলি করা হয়েছে।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হতদরিদ্র মানুষের মাঝে ছাত্রদল নেতা সাইফের খাবার বিতরণ

অবশেষে ভারত গেলেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তার ছেলে

কোনো ষড়যন্ত্রই ছাত্র-যুবকদের অগ্রযাত্রা থামাতে পারবে না: জাহিদুল ইসলাম

১১ লাখ টাকা নিয়েও পদ না দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

জনগণ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করায় অনেকের জমিদারি ভাব কমেছে

নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি: রিজভী

ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন

হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি সহায়তা করেছে ভারত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল