বান্দরবানে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও এমপি বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগ করেছেন উত্তেজিত ছাত্র-জনতা। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের রাজারমাঠ-সংলগ্ন এলাকায় অবস্থিত তার বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শহরের ট্রাফিক মোড়ে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। পরে সেখান থেকে উত্তেজিত বিক্ষোভকারী মিছিল নিয়ে সাবেক মন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা বাসভবনের ভেতরে আগুন দেন।
মুহূর্তে আগুনের লেলিহান শিখা নিচতলায় ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে সেখানে বাধা দেন উত্তেজিত জনতা। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, আগুন দেওয়ার আগমুহূর্তে সাবেক এমপি বাহাদুর বাড়িতে ছিলেন না। তিনি হামলার খবর পেয়েই সটকে পড়েন। এ সময় তার স্ত্রীও বাড়িতে ছিলেন না। তবে বাড়ির কেয়ারটেকার তখন উপস্থিত ছিলেন।
আগুনে বাসভবনের নিচে থাকা দুটি দামি গাড়ি এবং ঘরের ভেতরের বিপুল পরিমাণ আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।