হোম > সারা দেশ > চট্টগ্রাম

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে অঝোরে কাঁদলেন সাবেক এপিএস মতিন খান

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে অঝোরে কাঁদলেন তার সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।

মঙ্গলবার সকালে মতিন খানের নিজ বাড়ি কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে থাকা অবস্থায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পাওয়ার পরপরই তিনি গভীরভাবে শোকাহত হয়ে পড়েন। এ সময় আবেগাপ্লুত হয়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। পরে তিনি সাথে সাথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হোন।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা একজন আপসহীন নেত্রী, স্নেহময়ী মা ও অভিভাবককে হারালাম—যার শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, আল্লাহ তায়ালা আমার বসকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

চাঁদপুরে আসামিকে নির্যাতন, পুলিশের বিরুদ্ধে মামলা

খালেদা জিয়ার মৃত্যুতে শোকের স্তব্ধ সিলেট

তারাগঞ্জে আ. লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সা. সম্পাদক পাবেল

এলডিপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এনসিপি-জামায়াতের প্রার্থীরা

শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন, দুর্ভোগে শ্রমজীবী মানুষ

আ.লীগের সাবেক এমপির পক্ষে মনোনয়নপত্র দাখিল ছাত্রদলের সাবেক নেতার

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকহীন হয়ে পড়লো: ভাসানী জনশক্তি পার্টি

রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে গণফ্রন্ট প্রার্থীর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে খাল পুনরুদ্ধার ও সংরক্ষণ আদালতে নির্দেশ বাস্তবায়নে সভা