হোম > সারা দেশ > ঢাকা

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ ১ জন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ছবি: আমার দেশ।

ফরিদপুর সদরপুরের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারসহ শেখ সাদী (৩৫) নামে ১ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার বিকালে কৃষ্ণপুর এলাকায় দেশীয় অস্ত্র, গুলি, মাদকসহ মো. শেখ সাদি (৩৫) কে গ্রেপ্তার করা হয়। সাদি একই এলাকার মৃত আঃ কাদের শেখের ছেলে।

এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত একটি ঘর থেকে মাটি খুঁড়ে ২টি গুলি, তিনটি দেশীয় অস্ত্র, একটি খেলনা পিস্তল, ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সদরপুর থানায় অপরাধীকে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। অপরাধ ও সন্ত্রাসীদের দমনে সেনাসদস্যরা সব সময় সতর্ক রয়েছেন।

তিনি আরও বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানতে পারেন, তা নিকটস্থ সেনাক্যাম্প বা থানাকে অবহিত করবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এ ব্যাপারে ঘটনাস্থল থেকে সদরপুর থানার সাব ইন্সপেক্টর মেহেদী হাসান বলেন, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাংগা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মামুন শাহ।

রামুতে জি-৪ রাইফেলের গুলিসহ ৬ রোহিঙ্গা গ্রেপ্তার

ঢাকা-চাঁদপুর-বরিশাল রুটে সবধরনের নৌযান চলাচল বন্ধ

কিশোরগঞ্জে ‘শহীদ ওসমান হাদি সড়ক’ উদ্বোধন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় মা ও শিশুকন্যার মৃত্যু

আমার দেশ প্রতিনিধি পিয়াস ডেঙ্গু আক্রান্ত

দুই লঞ্চের ধাক্কায় নিহত ৩ জনের বাড়ি লালমোহনে

নীলফামারী-১ আসনে ধানের শীষের প্রার্থীর দাবিতে উত্তাল ডোমার-ডিমলা

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

ঘন কুয়াশায় আবারো দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ভিক্ষুকদের নিয়ে ব্যতিক্রমী বনভোজন