হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় বিএনপির ৩৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রায় ৩৩ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন বলে উপজেলা জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে ওয়ার্ড জামায়াতের আয়োজিত অনুষ্ঠানে তারা দলবদল করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড.মোস্তফা ফয়সাল পারভেজ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াত বগুড়া জেলা শাখার সহ-সেক্রেটারি মো. মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।

নন্দীগ্রাম উপজেলার আমির মাওলানা মো. আব্দুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ সদ্য যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, জামায়াতের দরজা দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা। আমরা বিশ্বাস করি, এই যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরো মজবুত হলো।

বিএনপি থেকে জামায়াতে যোগ দেয়া কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, ভাটগ্রাম ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, বিএনপি নেতা গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী মো. বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম খোরশেদ মোস্তাকসহ মোট ৩৩ জন বিএনপির নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করা হয়।

এদিকে এই যোগদানের আগে শাজাহাপুর উপজেলাতেও কয়েকজন বিএনপি নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেছে।

বিষয়টি নিয়ে বিএনপি নেতা-কর্মী কেন দলছাড়া হচ্ছে তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন তৃনমুল পর্যায়ের সাধারণ কর্মীরা।

খুনের রাজ্য তৈরি করেন আসাদুজ্জামান নূর

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ২

ডাকসু নিয়ে এতটা কল্পনাও করিনি: এস এম ফরহাদ

আজ রাতে নিষেধাজ্ঞা শেষ, নদীতে নামতে প্রস্তুত দৌলতখানের জেলেরা

জামায়াতের অফিস ভাঙচুর মামলায় কারাগারে সাংবাদিক

জামায়াত নয় মদীনার ইসলামকে সাপোর্ট করি: মুফতি মনির কাসেমী

মতলবে চার ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন মা

জামায়াতের কেন্দ্রীয় আমির নির্বাচনে ঝালকাঠিতে ভোট

‘নির্বাচনে শামীমকে ধানের শীষ না দিলে ১০ মিনিট টিকতে পারবেন না’

আ.লীগ নেতার কবর জিয়ারত জামায়াত প্রার্থীর