বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরে মিলাদ ও দোয়াসহ ৭ দিনের কর্মসূচি পালিত হচ্ছে।
চাঁদপুর জেলা বিএনপি সকাল দশটায় দলীয় কার্যালয়ে প্রথমে মিলাদ এর আয়োজন করেন। সাত দিনব্যাপী কোরআন খতম, দলীয় এবং কালো পতাকা উত্তোলন করা হবে। শোক বই খোলা, কালো ব্যাজ ধারণস ব্যাপক কর্মসূচি পালন করেছে।
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজ আমরা দলীয় এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেছি। আগামী সোমবার পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বাবুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ, শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী বেপারী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশসহ যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।