হোম > সারা দেশ > রাজশাহী

প্রাণ কোম্পানিতে খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ছবি: আমার দেশ।

পাবনার ঈশ্বরদীতে প্রাণ কোম্পানির ক্যান্টিনের খাবার খাওয়ার পর অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বরইচারা এলাকায় অবস্থিত প্রাণ বঙ্গ মিলার্স কোম্পানি লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। ওই কারখানায় বিস্কুট, কেকসহ নানা খাদ্যসামগ্রী উৎপাদন করা হয়।

আক্রান্ত শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো রাতের শিফটে কাজ করছিলেন তারা। রাত ৯টার দিকে কারখানার ক্যান্টিনে রাতের খাবার খাওয়ার পর ভোররাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ কয়েকজন নারী শ্রমিক পেটব্যথা, মাথাব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হন। বিষয়টি জানাজানি হলে কারখানার বিভিন্ন ফ্লোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে আরো অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

পরে কারখানা কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

কারখানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ক্যান্টিনে খাবার খাওয়ার পর থেকেই একাধিক নারী শ্রমিক অসুস্থ বোধ করতে থাকেন।

এ বিষয়ে প্রাণ কোম্পানির অ্যাডমিন শফিউল ইসলাম জানান, ‘রাতের খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর হঠাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।’

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে কুলসুম বলেন, ‘ভোর থেকে প্রাণ কোম্পানির বেশ কয়েকজন নারী শ্রমিক পেটব্যথা, মাথাব্যথা ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, ফুড পয়জনিং থেকে এ ঘটনা ঘটতে পারে, বর্তমানে ১৬ জন নারী শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।’

ঘটনার পর থেকে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ শ্রমিক এখন আশঙ্কামুক্ত।

সীমান্তে বিএসএফের ব্রিজ নির্মাণের চেষ্টা রুখে দিল বিজিবি

চট্টগ্রামের তিন আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

এলপিজি অতিরিক্ত দামে বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মামলা জটিলতায় জামায়াত নেতা আযাদের মনোনয়নপত্র বাতিল

বান্দরবানে সম্পদে এগিয়ে জামায়াত প্রার্থী

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া

শরীয়তপুর-২ আসনে ইসলামী আন্দোলনসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে: হাসনাত আবদুল্লাহ

হাদির নামে নলছিটি লঞ্চঘাটের নামকরণ

আগামী নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে: ডা. তাহের