হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে তিন স্বর্ণকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে এক রাতে তিনটি স্বর্ণকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার দিবাগত রাত ২ টায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতদলের হামলায় আহত হয়েছেন ৪ জন। নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নিয়ে গেছে। এ ঘটনার পর পুলিশ সুজন (২৬) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও গৃহকর্তাদের সূত্রে জানা গেছে, ওই রাতে অনুমান ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত ডাকাতদল তাদের তাণ্ডব চালায়। তারা প্রতিটি বাড়ীর কেচি গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিয়ে যায়।

ডাকাতদল দয়াল রায়ের ঘর থেকে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, নগদ ১০ হাজার টাকা, রাজন রায়ের ঘর থেকে ৬ ভরি ওজনের স্বর্ণালংকার, ৫ ভরি রুপা এবং ৬০ হাজার টাকা এবং সুজন রায়ের ঘর থেকে ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ১০০ ভরি রুপা এবং নগদ ৩ লাখ টাকা লুটে নেয়। আহত ৪ জনকেই আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার পর পুলিশ সুজন (২৬) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সুজন উপজেলার আগুয়ান্দী গ্রামের হোসেনের পুত্র এবং তার নামে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

এ সময় পরিবারের লোকজন ডাক চিৎকার করলে ডাকাত দল ধারালো দা দিয়ে কুপিয়ে গৃহকর্তা সাবেক ইউপি সদস্য ও স্বর্ণকার হারাধন রায়ের ছেলে দয়াল রায়, তার ভাগ্নি রাজন রায় এবং ভাগ্নি জামাতা সুজন রায় ও প্রতিবেশী সিয়ামকে গুরুতর জখম করে।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।

বকশীগঞ্জে দৈনিক ‘আমার দেশ’র বর্ষপূর্তি উদযাপন

ইন্দুরকানীতে আমার দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, গ্রেপ্তার ৫৮

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৫০

তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে

আট দলের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম নিলেন মুফতি সোবাহান

সখীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ৩ স্কুলছাত্র নিহত

নির্বাচনে চরমপন্থিদের অপতৎপরতার আশঙ্কা করছেন গোলাম পরওয়ার

হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপির সংঘর্ষ, আহত ১০