হোম > সারা দেশ > ময়মনসিংহ

মদনে সরকারি রাস্তা কেটে দিলো আ.লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নেত্রকোণা মদন পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের হাজেরা আজিজ কলেজ রোড নামক সরকারি রাস্তা কাটার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল হকের বিরুদ্ধে। সোমবার দুপুরে নিজে দাঁড়িয়ে থেকে ভেকু দিয়ে রাস্তাটি কাটা শুরু করেন তিনি।

মঞ্জুরুল হক মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সাবেক সেনা কর্মকর্তা। মঞ্জুরুল হক নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে একাধিকবার নৌকার মনোনয়ন চেয়েও পাননি।

মদন পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ৬ নম্বর ওয়ার্ডের কোর্ট ভবন এলাকায় প্রায় ১ কিলোমিটার রাস্তাটি নির্মাণ করে মদন পৌরসভা। নবনির্মিত রাস্তা দিয়ে ওই এলাকার লোকজন দীর্ঘদিন ধরে যাতায়াত করছেন। রাস্তাটি কাটা হলে ওই এলাকার লোকজন যাতায়াতসহ নানা ধরনের অসুবিধার সম্মুখীন হবেন।

স্থানীয়রা জানান, মঞ্জুরুল হক ৬ বার আওয়ামী লীগের সংসদ সদস্য হতে মনোনয়ন চেয়েও পাননি। রাস্তাটি নির্মাণ করার পর ওই এলাকায় তার মায়ের নামে একটি কলেজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি কলেজ প্রতিষ্ঠা করতে অনিচ্ছা প্রকাশ করেন। এরপর তিনি রাস্তা কাটার চেষ্টা করেন। সোমবার নিজের প্রভাব কাটিয়ে রাস্তাটি কেটে ফেলেছেন। প্রশাসন যেন তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়, সেই দাবি জানান স্থানীয়রা।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা ও সাবেক সেনা কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, “রাস্তাটি আমার জমির ওপর দিয়ে নেওয়া হয়েছে। তাই রাস্তাটি কাটা হচ্ছে। রাস্তার জায়গা শুধু আমি দেব না, অন্য জমির মালিকদেরও জায়গা দিতে হবে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করেছি।”

মদন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী জামিল হাসান বলেন, “কোর্ট ভবন এলাকায় রাস্তাটি প্রায় ৫/৬ বছর আগে পৌরসভা নির্মাণ করে। রাস্তাটি কেটে ফেলার সংবাদ পেয়ে আমি গিয়ে নিষেধ করার পরেও তিনি শোনেননি। পরে বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করেছি।”

এ ব্যাপারে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার জানান, পৌরসভার রাস্তা কাটার বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট নায়েবকে পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে।

এ ব্যাপারে নেত্রকোণা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, মদন পৌরসভার একটি রাস্তা কাটার বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দেবিদ্বারে বিএনপিতে যোগদানের পর গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

বকশীগঞ্জে দৈনিক ‘আমার দেশ’র বর্ষপূর্তি উদযাপন

ইন্দুরকানীতে আমার দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, গ্রেপ্তার ৫৮

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৫০

তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে

আট দলের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম নিলেন মুফতি সোবাহান

সখীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ৩ স্কুলছাত্র নিহত

নির্বাচনে চরমপন্থিদের অপতৎপরতার আশঙ্কা করছেন গোলাম পরওয়ার

হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ