হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ছবি: আমার দেশ।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর সীমান্তে ইছামতি নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম জুয়েল রানা (২৪)। তিনি খোসালপুর গ্রামের আনারুল হকের ছেলে।

বৃহস্পতিবার সকালে উপজেলার খোসালপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের ভাই অভিযোগ করে বলেন, জুয়েল রানা খোসালপুর গ্রামের মাসুদ, মিলন ও কামরুলের সঙ্গে ধুর ব্যবসা করতো। কয়েকদিন আগে তাদের একটি ব্যাগ হারিয়ে যায়। ওই ব্যাগে টাকা ও মোবাইল ফোন ছিলো। ব্যাগ হারানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। তার দাবি, ওই তিন যুবক পরিকল্পিতভাবে জুয়েল রানাকে হত্যা করেছে।

খবর পেয়ে দুপুরে মহেশপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে মহেশপুর থানা পুলিশের ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে নিহতের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

লড়াই হবে সমানে সমান

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ইলিয়াস আলীর পরিবার

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে সব রক্ত বৃথা যাবে: শামা ওবায়েদ

তীব্র শীতে কোল্ড ইনজুরি, দুশ্চিন্তায় কৃষকরা

মায়ের হাত ধরেও শেষ রক্ষা নয়, অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

গণতন্ত্র, ত্যাগ, সংগ্রামের কারণে বেগম জিয়া ছিলেন একটি প্রতিষ্ঠান: খোকন

কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদসহ আটক ১

বিএনপিতে যোগ দিলেন সাবেক শিবির নেতা

আ.লীগ নেতার বাড়িতে ওসির ‘গোপন বৈঠক’

চাল সরবরাহে টনপ্রতি ঘুষ দাবি, ক্ষোভে ফুঁসছেন মিল মালিকরা