ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।
মনোনয়ন বাতিল হওয়া চার প্রার্থী হলেন—স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভুঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুর উদ্দিন, গণ অধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দীন এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী এ কে এম আবু তাহের।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর ভুঁইয়ার দাখিল করা সমর্থনকারী ভোটারের তালিকার ১ শতাংশ যাচাইয়ে ১০ জনের মধ্যে পাঁচজনের ঠিকানা সঠিক না পাওয়ায় বিধিমালা অনুযায়ী তার মনোনয়ন বাতিল করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুর উদ্দিনের দলীয় মনোনয়ন ফর্মে প্রার্থীর নাম, ভোটার নম্বর ও নির্বাচনী এলাকা উল্লেখ না থাকায় মনোনয়ন বাতিল হয়।
গণঅধিকার পরিষদের প্রার্থী মুহাম্মদ নেজাম উদ্দীনের ক্ষেত্রে টেন-বি ফর্ম জমা না দেওয়া এবং সিটি কর্পোরেশনের প্রায় ৯৭ হাজার টাকা বকেয়া পরিশোধ না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।
অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী এ কে এম আবু তাহের ব্যাংক ঋণ-খেলাপি হওয়া, দলীয় মনোনয়ন না থাকা এবং সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় মনোনয়ন হারান।
যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষিত আট প্রার্থী হলেন—জামায়াতে ইসলামীর মোহাম্মদ শফিউল আলম, বাসদ (মার্কসবাদী) দীপা মজুমদার, জাতীয় পার্টির আবু তাহের, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ আবু তাহের, বাসদের মো. নিজামুল হক আল কাদেরী এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আজিজ মিয়া।
নির্বাচন কার্যালয় জানায়, চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর আগে মোট ২৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়ন বাতিল এবং আটজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলো।