হোম > সারা দেশ > চট্টগ্রাম

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে একটি রেইনবো নেশন, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে অনুষ্ঠিত জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বৌদ্ধ সমিতি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু চট্টগ্রাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরের প্রয়ানোত্তর পুণ্যস্মৃতি স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আমীর খসরু বলেন, একটি রংধনু যেমন অনেক রঙের সমন্বয়ে সুন্দর হয়ে ওঠে, তেমনি বাংলাদেশের প্রতিটি মানুষের নিজস্ব ধর্ম, ভাষা ও ইতিহাস থাকবে; কিন্তু দেশ হবে সবার।

বর্তমান রাজনীতি শান্তির পথ থেকে অনেক দূরে সরে গেছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি বর্তমানে দেশে সেই স্থিতিশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। বিএনপি এমন এক লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের পরিচয় হবে শুধু বাংলাদেশি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামীর বাংলাদেশে উন্নয়নের সুফল, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান যাতে প্রতিটি সাধারণ মানুষের ঘরে পৌঁছায় এবং জাতীয় জীবনের সব স্তরে যেন সাম্য বজায় থাকে—তা নিশ্চিত করতে হবে।

বিশেষ গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা বা একচেটিয়া সুযোগ-সুবিধার দিন শেষ হয়ে গেছে উল্লেখ করে আমীর খসরু বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগের ক্ষেত্র তৈরি করা হবে। কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি দেন তিনি।

দাঁড়িপাল্লায় ভোট দিলে মোংলায় ঘের দখলমুক্ত হবে: শেখ আব্দুল ওয়াদুদ

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

‘খালেদা জিয়ার মৃত্যুর জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী’

নিহত বিএনপি নেতার ছেলেকে ফোন করে যা বললেন তারেক রহমান

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

নলডাঙ্গায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

হুম্মাম কাদের চৌধুরীর স্ত্রী তার চেয়ে বেশি ধনী

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে মনোনয়ন বঞ্চিত বিএনপির তিন নেতা

শীর্ষ সন্ত্রাসী বেলজিয়াম সুমন গ্রেপ্তার