হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০.৪ ডিগ্রির ঘরে, কুয়াশায় স্থবির জনজীবন

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

পর্যটন নগরী শ্রীমঙ্গলে শুরু হয়ে গেছে শীতের দাপট। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। শীতের শুরুতেই হিমেল বাতাস ও কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশার চাদর নেমে আসে। সকাল ৮টা পর্যন্ত সড়কপথ ও আশপাশের মাঠ–ঘাট সাদা চাদরে ঢাকা থাকে। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়।

তাপমাত্রা কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে–খাওয়া, দিনমজুর ও নিম্নআয়ের মানুষজন। বিশেষ করে জীবিকার প্রয়োজনেই যাদের ভোরে ঘর থেকে বের হতে হয়, তারা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে। ঠাণ্ডা থেকে রক্ষা পেতে অনেকে বাড়িঘরের আঙ্গিনা ও রাস্তার মোড়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

সকালে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, চারপাশ ঢেকে আছে কুয়াশার চাদরে। জরুরি প্রয়োজন ছাড়া খুব কমই মানুষ বাইরে বের হচ্ছেন। কেউ গরম কাপড় জড়িয়ে কাজে বের হলেও অনেকে তীব্র শীতের কারণে ঘরেই থাকতে বাধ্য হচ্ছেন। সূর্য উঠলেও রোদ্দুরের তাপ মিলছে না।

রিকশাচালক মনা মিয়া বলেন, তীব্র ঠাণ্ডার মধ্যেও রিকশা নিয়ে বের হয়েছি। লোকজন এখনও শহরমুখী হয়নি। সকাল ৯টা পর্যন্ত কোনো যাত্রী পাইনি। এখনই শীতের যে দাপট, সামনের দিনগুলোতে সংসার কীভাবে চলবে—ভাবতেই কষ্ট লাগে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, শ্রীমঙ্গলে প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। রাতে তাপমাত্রা আরো কমতে পারে এবং কুয়াশা ঘন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ১৩ ডিগ্রির ঘরে থাকা তাপমাত্রা আজ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রিতে—যা চলতি মৌসুমে শ্রীমঙ্গলের সর্বনিম্ন।

তিনি আরো জানান, ডিসেম্বরের শুরুতেই এমন শীত দেখা গেলে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা থাকে।

নওগাঁয় পোস্টার খুলে ফেললেন জামায়াত প্রার্থী

পরিবারকে ফাঁকি দিয়েছি, দলকে ফাঁকি দেইনি: জাহান্দার আলী

মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার

নিজ দায়িত্বে পোস্টার-ব্যানার অপসারণ করলেন জামায়াত প্রার্থী

নিজের পোস্টার নিজেই নামালেন জামায়াত প্রার্থী শিশির মনির

সেই সাজিদের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে দাফন

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

সর্বস্তরের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন

শরীয়তপুরে নারীর ওপর নির্মম নির্যাতন : গ্রেপ্তার ৪

জামায়াতের দাঁড়িপাল্লার মিছিলে এক কিলোমিটারজুড়ে তরুণদের ঢল