হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে দীর্ঘ ১৪ বছর পর ছাত্রদলের কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

ছবি: আমার দেশ।

দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো শেরপুর উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি। আহসান হাবীব আরমানকে আহ্বায়ক এবং শাহাদাৎ হোসেনকে সদস্য সচিব করে ৮৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার প্যাডে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। বুধবার সকালে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই বিশাল কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নতুন কমিটি আসায় শেরপুর উপজেলার সাধারণ ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নব-নির্বাচিত আহ্বায়ক আহসান হাবীব আরমান ও সদস্য সচিব শাহাদাৎ হোসেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের কর্মসূচি বাস্তবায়নে উপজেলা ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর এই কমিটি গঠন হওয়ায় উপজেলার প্রতিটি ইউনিটে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৃণমূলের নেতা-কর্মীরা নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাচ্ছেন।

যার ভোট তিনিই দেবেন, আমরা ভোটার-প্রার্থীদের নিরাপত্তা দেবো

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, আটক ৫

নির্বাচনে সরকার কারো পক্ষে-বিপক্ষে অবস্থান নেবে না

নির্বাচিত সরকার নতুন শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেবে: শিল্প উপদেষ্টা

১২ বছর ভাত না খেয়ে থাকা বিএনপি সমর্থক নিজাম মারা গেছেন

নাগরিক সেবা বাস্তবায়নে উদ্যোক্তারাই মূল চালিকাশক্তি

ফরিদপুরে কৃষকের লাশ উদ্ধার

সাগর থেকে কুতুব‌দিয়ার ২ জেলের লাশ উদ্ধার

কুমিল্লায় তিন বাহনের সংঘর্ষ, নিহত ৪

দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় : মির্জা ফখরুল