হোম > সারা দেশ > চট্টগ্রাম

খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লায় শোকের ছায়া, মসজিদে মসজিদে দোয়া

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুমিল্লায়। সকালে মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সকাল দশটায় কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে অঙ্গসংগঠনের নেতারা বসেছে শোক পালন করতে। নেতাকর্মী এই মুহূর্তে দলীয় কার্যালয়ে জড়ো হয়েছেন। সকাল দশটার পর থেকেই কার্যালয়ে কুরআনের হাফেজদের নিয়ে দোয়া ও কোরআন তেলাওয়াত চলমান রয়েছে।

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজ পর দোয়ার জন্য করা হয় মসজিদ কমিটির পক্ষ থেকে । বিভিন্ন মসজিদের মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত চলছে সকালবেলা থেকে ।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ বলেন, আমরা খুবই শোকাহত বা বলার ভাষা হারিয়ে ফেলেছি ।

সংগীত শিল্পী কুমিল্লা সন্তান শিল্পী আসিফ আকবর শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু শোক জানিয়ে বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি । এই শোক সহিবার নয় । এই দেশ একজন অভিভাবক হারিয়েছে । বেগম খালেদা জিয়ার শূন্যতা কখনো পূরণ হবে না ।

কুমিল্লা-৩ আসনের সাবেক এমপি বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শোক প্রকাশ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারই সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছে। দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ জিয়াউর রহমান। আর তার স্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। এদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যের প্রতীক ছিলেন খালেদা জিয়া। দেশের সংকটময় মুহূর্তেও জনগণ ও দেশকে ছেড়ে যাননি। মহান আল্লাহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক।

চাঁদপুরে আসামিকে নির্যাতন, পুলিশের বিরুদ্ধে মামলা

খালেদা জিয়ার মৃত্যুতে শোকের স্তব্ধ সিলেট

তারাগঞ্জে আ. লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সা. সম্পাদক পাবেল

এলডিপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এনসিপি-জামায়াতের প্রার্থীরা

শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন, দুর্ভোগে শ্রমজীবী মানুষ

আ.লীগের সাবেক এমপির পক্ষে মনোনয়নপত্র দাখিল ছাত্রদলের সাবেক নেতার

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকহীন হয়ে পড়লো: ভাসানী জনশক্তি পার্টি

রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে গণফ্রন্ট প্রার্থীর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে খাল পুনরুদ্ধার ও সংরক্ষণ আদালতে নির্দেশ বাস্তবায়নে সভা