প্রকৃত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের ভূমিকার কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তাদের নেতৃত্ব, নৈতিকতা, মাধ্যমে সমাজকে সঠিক ভাবে পরিচালিত করা সম্ভব, এর মাধ্যমেই একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ে তোলা যাবে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার রাজধানীর ডেমরা স্টাফ-কোয়ার্টার আলমস রেস্তোরাঁয় ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ওলামায় কেরামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করিম বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। যারা-ই রাষ্ট্র ক্ষমতায় ছিলো, কেউই জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারে নাই। বরং হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিক ভাবে ভঙ্গুর করে ফেলেছে, দেশের শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোকে পঙ্গু করে দিয়ে রাষ্ট্রকে গভীর সঙ্কটের ফেলেছে। ফলে অতীতের শাসনব্যবস্থাকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এখন জনগণ ইসলামী নেতৃত্ব চায়, যারা সত্যিকার অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে এবং দেশকে কল্যাণ ও ন্যায়ের পথে এগিয়ে নেবে।
তিনি আরো বলেন, প্রকৃত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ওলামায়ে কেরামের ভূমিকার কোনো বিকল্প নেই।
ইমাম ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা আজহারুল ইসলাম আজমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী মো. ইবরাহীম বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়, পুরোনো স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ বন্দোবস্তের অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়তে চায়। যা ওলামায়কেরামের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওলামা মশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, শাইখুল হাদীস মুফতি বোরহান উদ্দীন রব্বানী, মুফতি মনিরুজ্জামান, শাইখুল হাদীস তাজুল ইসলাম, মুফতি নেছার আহমদ, ক্বারী সাইদুল ইসলাম আসাদসহ নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলরা।