বিএফইউজে, এমইউজে ও প্রেস ক্লাবের নিন্দা
আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বেলা সোয়া ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এহতেশামুল হক শাওন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহসভাপতি ও খুলনা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য। কামরুল হোসেন মনি মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও খুলনা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য। সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এহতেশামুল হক শাওন বলেন, একটি ঘটনা প্রসঙ্গে বক্তব্য নেওয়ার জন্য ০১৭১১-৮৯৩৩০৯ নম্বরে কল করে কথা হয়। হঠাৎ করেই অপর প্রান্তের ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে শান্ত হলে আমি বলি, আপনি কোথায় আছেন। আমরা সামনা সামনি কথা বলি। তাহলে ভুল বোঝাবুঝির অবসান হবে।
তিনি বলেন, আমি শিববাড়ি মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে আছি। আসেন একসঙ্গে চা খাই। আমি সহকর্মী কামরুল হোসেন মনিকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ফোনে কথা বলা ব্যক্তি (ট্রু কলারে পাওয়া নাম বিপ্লব আবির) সহ ৮-১০ জন আমাদের ঘিরে ফেলে। আমি পরিচয় দিতেই তারা এলোপাতাড়ি ঘুষি-চড়-লাথি মারতে থাকে। আমাকে রক্ষা করতে গেলে কামরুল মনি বেদম প্রহারের শিকার হন।
স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে টাইগার গার্ডেনে গিয়ে শাওন ও মনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।
অন্যদিকে, এ ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন এ ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
এছাড়া বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহসভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মিজানুর রহমান মিলটন, কৈশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম অনুরূপ বিবৃতি দিয়েছেন।
এদিকে, এহতেশামুল হক শাওন ও কামরুল হোসেন মনির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারে দাবিতে রোববার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও খুলনা প্রেস ক্লাব যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়।