হোম > সারা দেশ > ঢাকা

জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ সালাউদ্দিন আইউবীর

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

সহকারী রিটার্নিং কর্মকর্তা, ইউএনও ডা. তামান্না তাসনীম’র কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সালাউদ্দিন আইউবী।

গাজীপুর- ৪ (কাপাসিয়া) আসনে জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সালাউদ্দিন আইউবী। বুধবার সকাল সাড়ে দশটায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা শামসুল আলম প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন আইউবী

মনোনয়নপত্র সংগ্রহের পর সালাউদ্দিন আইউবী বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি মেনে নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কাপাসিয়ায় যে কয়জন প্রার্থী আছে তাদের মধ্যে আমরাই সর্বপ্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নির্ভুল ও যথাযথ ভাবে মনোনয়নপত্র পূরণ করে আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে জমা দিবো। ইতিপূর্বে প্রচার প্রচারণা সংক্রান্ত যতো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছিল, ইতিমধ্যে সবগুলোই সরিয়ে নেয়া হয়েছে। ইতিপূর্বে আমাদের অনেক তোরণ, ফেস্টুন, ব্যানার প্রতিপক্ষ ক্ষতিগ্রস্ত করেছে তারপরও আমরা সবক্ষেত্রে সহনশীল পর্যায়ে আছি। দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে সবাই যেন ধৈর্য ধারণ করে এবং সহনশীল থেকে প্রার্থীর পক্ষে কাজ করেন।

জমিয়ত ছেড়ে এবি পার্টিতে তালহা আলম, সুনামগঞ্জ-৩ আসনে নতুন চমক

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

পাবনা-৩ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নীলফামারী-২ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খানসামা মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক জসিম

পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে দেখে নেয়ার হুমকি

মাজারে পোড়া খিচুড়ি নিয়ে সংঘর্ষ, হোমিও ডাক্তারকে পিটিয়ে হত্যা

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ২০ নেতাকর্মী

ওসমান হাদীর জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেনীতে ভূমি বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় ৪ জন হাসপাতালে