হোম > সারা দেশ > রংপুর

খালেদা জিয়ার মৃত্যুতে ডা.জাহিদ ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির শোক

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডা এ জেড এম জাহিদ হোসেন এবং নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের স্বাক্ষরিত চিঠিতে এক গভীর শোকবার্তায় বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রদূত।

তার নেতৃত্ব, ত্যাগ ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতি এক অভিভাবকহীন শূন্যতায় পড়েছে।

শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা ও দৃঢ়তা বিএনপি তথা দেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নবাবগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

চাঁদপুরে আসামিকে নির্যাতন, পুলিশের বিরুদ্ধে মামলা

খালেদা জিয়ার মৃত্যুতে শোকের স্তব্ধ সিলেট

তারাগঞ্জে আ. লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সা. সম্পাদক পাবেল

এলডিপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এনসিপি-জামায়াতের প্রার্থীরা

শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন, দুর্ভোগে শ্রমজীবী মানুষ

আ.লীগের সাবেক এমপির পক্ষে মনোনয়নপত্র দাখিল ছাত্রদলের সাবেক নেতার

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকহীন হয়ে পড়লো: ভাসানী জনশক্তি পার্টি

রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে গণফ্রন্ট প্রার্থীর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে খাল পুনরুদ্ধার ও সংরক্ষণ আদালতে নির্দেশ বাস্তবায়নে সভা