হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির আসন পুনরুদ্ধারের চেষ্টা, নতুন ইতিহাস গড়তে চায় জামায়াত

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া)

তোফায়েল হোসেন লিটন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লা ও হাটবাজার—সবখানে এখন নির্বাচনই প্রধান আলোচ্য বিষয়। এ আসনে মোট ভোটার তিন লাখ ২৮ হাজার ৮৬ জন। ভোটগ্রহণ হবে ১১৮ কেন্দ্রে।

ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা সভাপতি আব্দুল মহিত তালুকদার, জামায়াতে ইসলামী থেকে রয়েছেন নূর মোহাম্মাদ আবু তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইজাজ আল ওয়াসী জ্বীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক শাহজাহান আলী তালুকদার এবং খেলাফত মজলিসের মাওলানা তৌহিদুল ইসলাম তুহিন। তবে বিএনপি ও জামায়াত ছাড়া অন্য দলগুলোর প্রার্থীদের নির্বাচন উপলক্ষে এলাকায় দৃশ্যমান কোনো প্রচার দেখা যায়নি। ফলে সাধারণ ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির মহিত এবং জামায়াতের তাহের। বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করার আগে আটজন প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত মহিত তালুকদার মনোনয়ন পান। পরে বাকি প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন।

ইতঃপূর্বে অনুষ্ঠিত ১২টি সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসন থেকে বিএনপি জয়লাভ করে ছয়বার, জাতীয় পার্টি চারবার এবং আওয়ামী লীগ ও স্বতন্ত্র একবার করে। বেশিরভাগ সময় বিএনপির প্রার্থী জয়লাভ করায় এ আসনকে তাদের ভোটব্যাংক বলেই মনে করে। বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় মাঠ মোটামুটি ফাঁকা বলেই মনে করছেন তারা। অন্যদিকে এ আসনে নতুন ইতিহাস তৈরি করতে হিসাব-নিকাশ করে বেশ জোরেশোরে কার্যক্রম চালাচ্ছে জামায়াতে ইসলামীর প্রার্থী। ফলে আগামী নির্বাচনে এ আসনে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করছেন এলাকার প্রবীণ রাজনীতিবিদরা।

এদিকে, বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা নিজেদের মধ্যে সহমর্মিতাপূর্ণ অবস্থান বজায় রেখেছেন। গত ৩ নভেম্বর বগুড়া-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে আব্দুল মহিত তালুকদারের নাম ঘোষণা হওয়ার পরপরই জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের তাকে শুভেচ্ছা জানান। অন্যদিকে বিএনপির প্রার্থী মহিতও তাকে শুভেচ্ছা জানান।

বিএনপির প্রার্থী আব্দুল মহিত তালুকদার আমার দেশকে বলেন, আমরা আমাদের নিজস্ব আদর্শ ও কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাব এবং শেষ পর্যন্ত জনগণই তাদের রায় ধানের শীষের পক্ষে দেবেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন চিন্তা ও দর্শন নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমরা আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মানুষের সামনে তুলে ধরছি। আশা করছি, সৌহার্দপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এ আসনকে আমরা সবার সামনে উদার ও সহনশীল রাজনৈতিক চর্চার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে পারব।

বিএনপি নেতার সামনে পা তুলে বসা নিয়ে সংঘর্ষে নিহত যুবক

প্রশাসনকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই: অলিউল্লাহ নোমান

দুমকিতে ভ্যান–অটোর মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

টানা পাঁচ দিন পর ৯ ডিগ্রিতে নামলো তেঁতুলিয়ার তাপমাত্রা

৩৫ ফুটের গর্তে ১৯ ঘণ্টা পার শিশু সাজিদের, যা জানালো ফায়ার সার্ভিস

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বিএনপি-জামায়াতের

নানা সংকটে কুমিল্লায় মুখ থুবড়ে পড়েছে রেশম উৎপাদন

মনোনয়ন ঘোষণার পর বিএনপিতে বিভক্তি

রাউজানে রাবার বাগানের গাছ কেটে সাবাড় করছে বালুখেকোরা

ন্যায্য দামে সার মিলছে না নড়াইলে