কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় ওই পাহাড় ধসে নুরুল আমিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হেলাল নামের এক ব্যক্তির অপতৎপরতায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছিল। প্রশাসনের নজরদারির অভাবে ঝুঁকিপূর্ণ এ কাজ চলছিল বলে অভিযোগ এলাকাবাসীর। জীবিকার তাগিদে নুরুল আমিন ওই অবৈধ পাহাড় কাটার কাজে শ্রমিক হিসেবে যুক্ত হন।
ভোরের অন্ধকারে পাহাড়ের একটি বড় অংশ হঠাৎ ধসে পড়লে নুরুল আমিন সম্পূর্ণভাবে মাটিচাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নুরুল আমিন উপজেলার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার মীর আহমদের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
এ বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় জালিয়াপালং বিট কর্মকর্তা রোকনুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে ইনানী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ-আল-আমিন জানান, ভোররাতে আমাদের কর্মকর্তারা ডিউটি শেষ করে অফিসে ফেরার পরই পাহাড় কাটার কাজ শুরু করা হয়। এ সময় পাহাড়ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত হেলালের বিরুদ্ধে এর আগেও বন আইনে পাঁচটি মামলা করা আছে ৷
এদিকে, প্রশাসনের নীরবতা ও অব্যাহত অবৈধ পাহাড় কাটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।