হোম > সারা দেশ

খালেদা জিয়ার সুস্থতার জন্য বিভিন্ন স্থানে দোয়া মাহফিল

আমার দেশ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশজুড়ে দোয়া অব্যাহত রয়েছে। গতকাল রোববারও যশোর, মোংলা, বরিশাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও টঙ্গী প্রেস ক্লাবসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গুরুতর অসুস্থ দেশনেত্রীর জন্য প্রার্থনায় অংশ নেয় নানা শ্রেণি-পেশার মানুষ।

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অশ্রুসিক্ত নয়নে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানানোর কর্মসূচি আয়োজন করে যশোর জেলা বিএনপি। আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করেছে যশোরবাসী। গতকাল বাদ আসর কেন্দ্রীয় ঈদগাহে এ আয়োজনে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষ অংশ নেন।

কর্মসূচি উপলক্ষে এদিন কেন্দ্রীয় ঈদগাহে আসরের আজান হয় এবং খোলা মাঠে নামাজ আদায় করেন হাজার হাজার মানুষ। এতে ইমামতি করেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি আব্দুল মান্নান। পরে আল্লাহর দরবারে হাত তোলেন উপস্থিত জনতা। এ সময় ‘আমিন’ ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শহরের কেন্দ্রস্থল।

মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

এদিকে, বাগেরহাটের মোংলায় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাতসহ দুস্থ্য ও গরীবদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

এছাড়াও খালেদা জিয়ার আশু রোগ মুক্তির কামনায় বরিশালে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপি কার্যালয়ে এ মোনাজাতের আয়োজন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন এ মোনাজাতের আয়োজন করেন। এ সময় নেতারা আপসহীন নেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন।

মোনাজাত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইউট্যাব, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদ এবং ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ইউট্যাবের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাৎ হোসাইন বলেন, ১৭ বছর ধরে নানা নির্যাতনের পরও যাকে দমানো যায়নি, তিনি হলেন বেগম জিয়া। সবকিছু পাশ কাটিয়ে তিনি দলকে আগলে রেখেছেন। জাতির সংকটময় সময়ে তার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন।

টঙ্গী প্রেস ক্লাবের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রেস ক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি মো. মেরাজ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আজিজুল হক।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার চলমান শারীরিক পরিস্থিতি পুরো জাতির জন্য গভীর উদ্বেগের। আমরা আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করি।

রিপোর্টে তথ্য দিয়েছেন বরিশাল অফিস, স্টাফ রিপোর্টার- যশোর, মোংলা, টঙ্গী ও কুবি প্রতিনিধি।

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের অধ্যায়

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি