হোম > সারা দেশ > ঢাকা

দিক হারিয়ে পদ্মার চরে লঞ্চ, তিন ঘণ্টা পর শতাধিক যাত্রী উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে কলবাগান এলাকায় দিক হারিয়ে লঞ্চটি পদ্মা নদীর চরে আটকে পড়ে

ঘন কুয়াশায় রাতে দিক হারিয়ে মাঝ পদ্মা নদীর চরে আটকে পড়া একটি যাত্রীবাহী লঞ্চ থেকে শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ‘এমএল মিজানুর’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।

যাত্রাপথে হঠাৎ ঘন কুয়াশা নেমে আসায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে কলবাগান এলাকায় দিক হারিয়ে লঞ্চটি পদ্মা নদীর চরে আটকে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে ‘৯৯৯’-এ ফোন পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এসআই মেহেদী হাসান অপূর্ব, এএসআই অশোক দত্ত ও সঙ্গীয় ফোর্স স্থানীয়দের সহায়তায় একটি ট্রলার নিয়ে ঘন কুয়াশার মধ্যেই উদ্ধার অভিযান শুরু করেন।

প্রচণ্ড কুয়াশার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হলেও কৃত্রিম আলোর সহায়তায় রাত ১২টার দিকে নৌ পুলিশ লঞ্চটির কাছে পৌঁছাতে সক্ষম হয়। পরে যাত্রীদের একে একে ট্রলারে তুলে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা আমাার দেশকে জানান, এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

তিনি আরো জানান, ঘন কুয়াশার কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ পদ্মা নদীতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। দৌলতদিয়া নৌ পুলিশ ফেরিঘাট এলাকায় মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সতর্ক করার পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তামূলক দায়িত্বে নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন।

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি

এনআরবি বিনিয়োগ জোন হতে পারে সিলেট: সচিব নাসের খান

বরিশাল অঞ্চলের তিনটি লঞ্চের রুট পারমিট বাতিল

ফরিদপুরে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, ভাই-বোন ও দুলাভাই নিহত

দাউদকান্দিতে আন্তঃজেলা ঢাকাত চক্রের সর্দারসহ গ্রেপ্তার ৭

উখিয়ায় ঝরে পড়া শিশুদের জন্য নূরানী ও এতিমখানা উদ্বোধন

সন্দ্বীপে ফসল রক্ষার অজুহাতে পাখিদের নির্বিচারে হত্যা

মনোনয়ন ফিরিয়ে দেবার দাবিতে আমরণ অনশন

ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি