হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে দুর্ঘটনার পর রোববার চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৭) এবং একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। তারা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও স্বজনদের বরাতে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে রাব্বি ও নিশান মোটরসাইকেলে করে ঈশ্বরদী পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে শহরের আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে রাব্বি হোসেন এবং রোববার সকালে নিশান মুন্সি মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই যুবকের লাশ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। লাশ ঈশ্বরদীতে পৌঁছানোর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।

এদিকে একসঙ্গে দুই যুবকের মৃত্যুর খবরে সলিমপুর ইউনিয়নের জয়নগর ও মানিকনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে

বিএনপি নেতার বসতঘরে অগ্নিকাণ্ডের বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি পুলিশ

নীলফামারীতে যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার দুই

ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

ফ্লাইওভারের পিলারে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা, আহত ১১ আনসার সদস্য

কুমিল্লা- ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদার জিয়ার সাবেক এপিএস

লিফলেট বিতরণকালে মহিলা দল সভাপতির উপর মটরসাইকেল উঠিয়ে দিল আ. লীগ নেতা

আ.লীগ নেতা ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার

জুলাই শহীদের ভাইকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাত

বেলা বাড়লেও কুয়াশায় আচ্ছন্ন নবাবগঞ্জ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

ফেনীতে বিএনপি নেতার বিরুদ্ধে মাদ্রাসায় তালা দেওয়ার অভিযোগ