হোম > সারা দেশ > রাজশাহী

রায়গঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

উপজেলা প্রতিনিধি, (রায়গঞ্জ) সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের থানারোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল সরাইদহ গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সার্ভিস রোড থেকে মূল মহাসড়কে ওঠার সময় বগুড়াগামী একটি যাত্রীবাহী কোচ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ জাহিদুল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, থানারোড এলাকায় আন্ডারপাস নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায় সড়ক সংকীর্ণ হয়ে গেছে এবং যানবাহন চলাচলে তীব্র বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। ফলে প্রায়ই ওই স্থানে দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মোটরসাইকেল ও কোচের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। মহাসড়কে চলমান নির্মাণ কাজের কারণে কিছু জায়গায় ঝুঁকি তৈরি হয়েছে, তবে আমরা নিয়মিত টহল দিচ্ছি এবং চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর আহ্বান জানাচ্ছি।

কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নৌ পরিবহন উপদেষ্টাকে চট্টগ্রামে ঢুকতে দেবেন না চসিক মেয়র

আমি যা বলবো তাই আইন, আল্লাহর হুকুম: বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম

যে আসনে শাপলা কলি প্রতীকে লড়বেন হাসনাত আব্দুল্লাহ

পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার যুবক

এ প্রজন্মকে দাবায় রাখতে চাইলে পরিণতি ভয়াবহ হবে: শিবির সভাপতি

ঝুঁকিপূর্ণ কুমিরা ঘাটের মায়া ছাড়তে পারছে না বিআইডব্লিউটিসি

৫০ প্রতিবন্ধীর মাঝে মাওলানা আফেন্দীর হুইলচেয়ার বিতরণ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস