হোম > সারা দেশ > চট্টগ্রাম

হুম্মাম কাদের চৌধুরীর স্ত্রী তার চেয়ে বেশি ধনী

চট্টগ্রাম ব্যুরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর স্ত্রী শ্যামানজার শ্যামা তার চেয়েও সম্পদশালী। তার স্ত্রীর সম্পদের পরিমাণ হুম্মামের চেয়ে ৫২ গুণ বেশি। একইসাথে স্ত্রীর আয়ও স্বামীর তিনগুণ বেশি। এছাড়াও হুম্মামের রাজধানীতে কোনো এপার্টমেন্ট না থাকলেও গুলশানে তার স্ত্রীর প্রায় ৫ কোটি টাকা মূল্যের দুটি এপার্টমেন্ট রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, মোট অস্থাবর সম্পদ আছে ৮১ লাখ ৯০ হাজার ২৫৯ টাকা। এর মধ্যে নগদ অর্থ ৩৮ লাখ ৫৯ হাজার ৫৮৪ টাকা ও ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ২৪ লাখ ৭১ হাজার ১২৭ টাকা, বন্ড, ঋণপত্র, তালিকাভুক্ত কোম্পানিতে শেয়ার আছে, ৩০ লাখ ৫০ হাজার, সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত আছে ১২ লাখ ৫০ হাজার টাকা। আর দুটি ব্যাংকে জমা আছে ৫০ হাজার টাকা।

তবে ব্যক্তিগতভাবে তার কোনো স্থাবর সম্পদ নেই। কৃষি, অকৃষি জমি, বাড়ি, এপার্টমেন্ট, চা বাগান, খামারও নেই। তবে যৌথ মালিকানাধীন সম্পত্তিতে ঢাকার ধানমন্ডিতে ২০ কাঠা জমির মধ্যে ও চট্টগ্রামের রহমতগঞ্জ, রাউজানের পারিবারিক জমিতে তার ১/২০ অংশ সম্পদ রয়েছে। এতে আরও উল্লেখ করা হয় তার নামে কোনো মামলা, সরকারি পাওনা কিংবা ঋণও নেই। পূর্বে দুটি মামলা থাকলে থেকে তিনি খালাস পেয়েছেন। আয়কর রিটার্ন ২০২৫-২৬ অনুসারে তার সম্পদের পরিমাণ ৮৪ লাখ ২০ হাজার টাকা।

এদিকে তার স্ত্রী শ্যামানজার শ্যামা খান বিপুল সম্পদের মালিক। তার সম্পদের পরিমাণ ৪৩ কোটি ২০ লাখ ১২ হাজার ৫১১ টাকা। এর মধ্যে নগদ অর্থ আছে ২৬ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ৫৯৩ টাকা, বন্ড ও শেয়ার ৭ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ২২২ টাকা, সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত আছে ১ কোটি ৫০ লাখ টাকা, পাঁচটি ব্যাংকে ১ কোটি ২৪ লাখ ১৫২১ টাকা। যা সর্বমোট ৩৬ কোটি ১৩ লাখ ৪৬ হাজার ৫১১ টাকা। তবে তার স্ত্রী কোনো সোনা বা অন্যান্য ধাতুতে তৈরি কোনো গহনা নেই।

এছাড়াও শ্যামানজার শ্যামা খানের স্থাবর সম্পদ আছে ৭ কোটি ৬ লাখ ৬৬ হাজার টাকা। এর মধ্যে গুলশানে একটি ফ্ল্যাট এবং আরও একটি ফ্ল্যাটের জন্য অগ্রিম করা হয়েছে। সব মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৪৩ কোটি ২০ লাখ ১২ হাজার ৫১১ টাকা। ২০২৪-২৫ অর্থ বছরের আয়কর রিটার্ন অনুসারে হুম্মামের স্ত্রীর প্রদর্শিত মোট সম্পদের পরিমাণ ৪০ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ৬১৩ টাকা।

উল্লেখ হুম্মাম কাদের চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাহ উদ্দিন কাদের চৌধুরী ছেলে। তিনি ২০১৬ সালে গুমের শিকার হন। ২০১৭ সালের মার্চে ছয়মাস নিখোঁজ থাকার পর ফিরে বাড়িতে ফিরে আসেন। তিনি জানিয়েছিলেন তাকে আয়নাঘরে রাখা হয়েছিল।

দাঁড়িপাল্লায় ভোট দিলে মোংলায় ঘের দখলমুক্ত হবে: শেখ আব্দুল ওয়াদুদ

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

‘খালেদা জিয়ার মৃত্যুর জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী’

নিহত বিএনপি নেতার ছেলেকে ফোন করে যা বললেন তারেক রহমান

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

নলডাঙ্গায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে মনোনয়ন বঞ্চিত বিএনপির তিন নেতা

শীর্ষ সন্ত্রাসী বেলজিয়াম সুমন গ্রেপ্তার

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু