ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দেশে ফিরে এনে শাস্তির দাবিতে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ছাত্রজনতা।
শুক্রবার জুমার পর শহরের ঈদগাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোডের কলেজ মোড় এলাকায় গিয়ে হাইওয়ে সড়ক অবরোধ করে রাখে।
বিক্ষোভকারীরা জানান, আজ মধ্যরাত পর্যন্ত অবরোধ চলবে। মধ্যরাতের পরে এখান থেকে গাড়িতে হাদির জানাজায় অংশ নেয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। এদিকে সড়ক অবরোধের ফলে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।