জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জেলার ডিমলা উপজেলার বিজয় চত্তরে ৫০ জন প্রতিবন্ধীর মাঝে মঙ্গলবার দিনব্যাপী ৫০টি হুইল চেয়ার বিতরন করেছেন। এ সময় তিনি নিজ এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মাওলানা আফেন্দী বলেন, এলাকায় ২৫ বছর ধরে চলে আসা আমার জনসেবাটাকে আরো উচ্চতায় নিয়ে যোতে চাই। ২০০১ সাল থেকে আমি জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। মসজিদ, মাদ্রাসা ও অযুখানা নির্মাণ, টিউবয়েল বিতরণ, দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় গৃহহীনদের জন্য ১২ হাতের একটি করে টিনের ঘর ও স্বল্পমূল্যে অ্যাম্বুলেন্স সেবা ইত্যাদি কার্যক্রম চালিয়ে আসছি। সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আপনারা আমার জন্য দোয়া করবেন, জনসেবার এই ধারাটা যেন আরো উচ্চতায় নিয়ে যেতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা জমিয়ত সভাপতি প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল মান্নান, ডোমার উপজেলা জমিয়ত নেতা মুফতি মাহমূদ বিন আলম, ছাত্র জমিয়ত জেলার সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম রাজু রূহানী, হাফেজ ফজলু ও মাওলানা খায়রুল ইসলাম প্রমুখ।