পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কনকনে হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাস জনজীবনের স্বাভাবিক কাজকর্ম বিপযস্থ হয়ে পড়েছে। কুয়াশার কারণে মহাসড়কে সাধারণ যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশার চাদরে পথঘাট ঢেকে গেছে। তীব্র ঠান্ডায় একান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি।
বৃহস্পতিবার তেঁতুলিয়া আবহাওয়া অফিস ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ বলেন, এ মাসের শুরু দিকে এ জেলার উপর দিয়ে একদফা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে এবং মাঝখানে কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি হলেও গত ২০ তারিখের পর ক্রমাগত তাপমাত্রা নিম্নগামী হচ্ছে। সঙ্গত কারণে মনে হচ্ছে আরেক দফা শৈত্য প্রবাহ আসছে। এবার শীতের প্রকোপ আরো বাড়বে।