হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঋণের নামে ৬ হাজার ২৪৩ কোটি টাকা আত্মসাৎ

এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের তিন মামলা

চট্টগ্রাম ব্যুরো

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা পাওয়া শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে সোয়া ছয় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদক চট্টগ্রাম-১ কার্যালয়ে এসব মামলা করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক সুবেল আহমেদ।

মামলাগুলোতে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভীন এবং রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ও এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস লিমিটেড এবং এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে বিভিন্ন সময়ে ঋণ নিয়ে মোট ৬ হাজার ২৪৩ কোটি ৭৮ লাখ ৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত সময়ে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে জনতা ব্যাংকের অর্থ আত্মসাতের একটি মামলায় অভিযোগ আনা হয়েছে। যেখানে বিভিন্ন উপায়ে ঋণ নিয়ে সুদসহ ২ হাজার ৩ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৩০৮ টাকা ২৩ পয়সা আত্মসাৎ করা হয়েছে। এ মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দেখানো হয়েছে সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীনকে প্রধান আসামি করা হয়েছে। আর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদকে করা হয়েছে দুই নম্বর আসামি। এ ছাড়া জনতা ব্যাংকের ২৮ জন কর্মকর্তার নামও আসামির তালিকায় রয়েছে।

আরেক মামলায় বলা হয়েছে, এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস লিমিটেডের নামে ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত বিভিন্নভাবে ঋণ নিয়ে সুদসহ ২ হাজার ২৯৭ কোটি ৭৪ লাখ ৭১ টাকা ৫ পয়সা আত্মসাৎ করা হয়েছে। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাইফুল আলম মাসুদকে। পাশাপাশি জনতা ব্যাংকের ২৫ জন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে।

তৃতীয় মামলায় অভিযোগ করা হয়েছে, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে ২০০৫ সালের ১০ মে থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত সময়ে ঋণ নিয়ে সুদে-আসলে ১ হাজার ৯৪২ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৫৯৩ টাকা ৬১ পয়সা আত্মসাৎ করা হয়েছে। এই মামলায় মোট ৩১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাইফুল আলম মাসুদ ছাড়াও জনতা ব্যাংকের একাধিক কর্মকর্তা রয়েছেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর এস আলম গ্রুপের সুগার মিল ও সুপার এডিবল অয়েল মিলের নামে ঋণ নিয়ে ৩ হাজার ৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক দুটি মামলা করেছিল।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের প্রয়োজনে আরো ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হবে।

কাউনিয়ায় মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

সেই মাসুদের দেখা মিললো কক্সবাজারে!

বাবার কবরের পাশে শায়িত হলেন সুদানে নিহত শান্তিরক্ষী শহীদ সবুজ

যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত করা হবে

তারেক রহমানকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট, প্রধান শিক্ষককে শোকজ

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-গুলিবর্ষণ, বিএনপির সাবেক এমপি কারাগারে!

পটিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা: কৃষক লীগ ও আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

শ্রীপুরে দুই শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান