হোম > সারা দেশ > খুলনা

হাদি হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ

খুলনা ব্যুরো

বিপ্লবী শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নিউমার্কেট সংলগ্ন বায়তুন নুর জামে মসজিদের সামনে মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন রাকিব হাসান এবং সঞ্চালনা করেন ইসরাফিল হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন ডা. জে আই সাবিত, আজিজুল ইসলাম ফরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে দেশের যুবসমাজকে দমিয়ে রাখার অপচেষ্টা করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের মাধ্যমে আন্দোলন দমে যাবে এমন ধারণা সম্পূর্ণ ভুল। তাদের ভাষায়, হাদি দেশের জন্য জীবন দিয়েছেন এবং তার শাহাদাত বাংলাদেশের যুবসমাজকে আরও দৃঢ় ও প্রতিবাদমুখর করবে।

বক্তারা দাবি করেন, হাদি হত্যাকাণ্ড কোনো ব্যক্তিগত ঘটনা নয় বরং যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাদের কণ্ঠরোধের অংশ। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তরা বিদেশে পালিয়ে থাকলে কূটনৈতিকভাবে তাদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশ শেষে মিছিলটি নিউমার্কেট থেকে শুরু হয়ে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।

হাদি হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মশাল মিছিল

রামগঞ্জে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

সরে দাঁড়ানোর পর আবারো নির্বাচনের ঘোষণা বিএনপি নেতা মাসুদের

ছোট ভাইয়ের বউয়ের আঘাতে ভাসুরের মৃত্যু

যেই উপদেষ্টাদের দেশপ্রেম নেই, তাদের পদত্যাগ করা উচিত: চরমোনাই পীর

ফুলবাড়ীয়ায় মা-ছেলের মনোনয়ন ফরম সংগ্রহ, মিশ্র প্রতিক্রিয়া

হাদির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: নৌ উপদেষ্টা

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল

ছয় আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলা উদ্ধার, ‘কুখ্যাত সন্ত্রাসী’ আটক

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনার দুই তরুণের মৃত্যু, পুলিশ বক্সে ভাঙচুর