হোম > সারা দেশ > ঢাকা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ পরিচয়ে তার বাড়িতে ঢুকে এ হামলা চালায় দুর্বৃত্তরা। নিহত সাইফুল সরদার (৪৫) উপজেলার ব্রাহ্মণ জাটি গ্রামের হবি সর্দারের ছেলে ও আলফাডাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সংস্কৃতি বিষায়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় জুয়েল মিয়ার সঙ্গে শরীফুল মেম্বার পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে জুয়েলের পক্ষ গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে শরিফুলের অনুসারী সাইফুলের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় ইসমাইল মোল্লা নামে আরেক জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা আরো কয়েক বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়।

প্রত্যক্ষদর্শী নিহতের দশম শ্রেণি পড়ুয়া মেয়ে ইলমা খানম বলে, জুয়েল ও তার সহযোগীরা তার বাবার ওপর হামলা চালায়। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশও মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধুখালী সার্কেলের এএসপি আজম খান। আলফাডাঙ্গা থানার ওসি আবুল হাসনাত খান বলেন, দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু বলেন, ‘স্থানীয় আধিপত্য নিয়ে একই গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার শালিসও হয়েছিল, কিন্তু কোনো সমাধান আসেনি। এরই জের ধরে বিএনপি নেতা সাইফুলকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই।’

কিশোরগঞ্জে ‘শহীদ ওসমান হাদি সড়ক’ উদ্বোধন

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ ১ জন গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় মা ও শিশুকন্যার মৃত্যু

আমার দেশ প্রতিনিধি পিয়াস ডেঙ্গু আক্রান্ত

দুই লঞ্চের ধাক্কায় নিহত ৩ জনের বাড়ি লালমোহনে

নীলফামারী-১ আসনে ধানের শীষের প্রার্থীর দাবিতে উত্তাল ডোমার-ডিমলা

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

ঘন কুয়াশায় আবারো দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ভিক্ষুকদের নিয়ে ব্যতিক্রমী বনভোজন

ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানকে অবাঞ্চিত ঘোষণা