হোম > সারা দেশ > রাজশাহী

টঙ্গী থেকে নিখোঁজ মুফতি মহিবুল্লাহকে পরিবারের কাছে হস্তান্তর

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

টঙ্গী থেকে নিখোঁজ মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহকে পরিবারের হাতে তুলে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে টঙ্গী থেকে আসা পরিবার ও প্রতিনিধি সদস্যদের হাতে তাকে তুলে দেয় পঞ্চগড় সদর থানা পুলিশ।

এর আগে বুধবার সকাল ৭টার দিকে তিনি টঙ্গী পূর্ব থানার টিএনটি বার্জা জামে মসজিদের সামনে থেকে নিখোঁজ মুফতি মহিবুল্লাহ। বৃহস্পতিবার ভোরে তাকে গাছের নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

এ সময় সাংবাদিকদের তিনি জানান, তাকে অপহরণ করা হয়েছে। তিনি বলেন, ওরা ৫ জন আমাকে অ্যাম্বুলেন্সে করে অপহরণ করে। আমাকে মারপিটও করা হয়।

বুধবার রাতে তার ছেলে টঙ্গী থানায় নিখোঁজ হওয়ার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা শেষে পঞ্চগড় থানা পুলিশের মাধ্যমে তাকে পরিবার ও প্রতিনিধি সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তার দুই ছেলে, টঙ্গী থানার এসআই মেহেদী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আতাউর রহমান বিক্রমপুরী, মসজিদ কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিনিধি সদস্যরা টঙ্গি থানায় এ বিষয়ে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

ডিমলায় গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

কয়েকটি রাজনৈতিক দলের চাপে অন্তর্বর্তী সরকার দিশাহারা: মঞ্জু

সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

জামায়াতে যোগ দিলেন আরো ৯১ বিএনপি নেতাকর্মী

আ. লীগে যেতে চাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

একদিনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ৮ হাজার মানুষ

২২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বরিশাল মহানগর বিএনপির বিবাদ মেটাতে গুলশানে বৈঠক

যুবদল নেতার নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলা

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত