হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাতভর মাইকের শব্দে অতিষ্ঠ নগরবাসী, ঘুমে চট্টগ্রামের প্রশাসন

চট্টগ্রাম ব্যুরো

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় গত দুদিন ধরে গভীর রাত পর্যন্ত মাইকে উচ্চশব্দে গানবাজনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। খুলশী, আমবাগান, পাহাড়তলী, বহদ্দারহাটসহ একাধিক এলাকায় গভীর রাতে চলতে থাকা এসব শব্দে মানুষের স্বাভাবিক ঘুম ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, বিষয়টি জানিয়ে থানায় একাধিকবার ফোন করা হলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

বহদ্দারহাট এলাকার বাসিন্দা শারমিন সোলতানা বলেন, পুলিশকে জানানো হয়েছে। তারা বলেছে দেখছে কিন্তু বাস্তবে রাতভর গান চলছেই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ ও পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। খুলশীর বাসিন্দা নুরজাহান বেগম বলেন, রাত ১২টার পরও মাইক বন্ধ হয়নি। দরজা-জানালা বন্ধ করলেও শব্দ কমেনি। পরদিন অফিস ও স্কুল থাকায় সবাই চরম কষ্টে ছিলাম।

আমবাগান এলাকার বাসিন্দা দিলীপ বড়ুয়া জানান, সন্তানের সামনে পরীক্ষা থাকলেও রাতভর গানের শব্দে পড়াশোনা তো দূরের কথা, স্বাভাবিক ঘুমও হয়নি।

একই পরিস্থিতি পাহাড়তলী ও বহদ্দারহাট এলাকায়ও। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, কোথাও সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানের নামে, কোথাও আবার বিনোদনের উদ্দেশ্যে গভীর রাত পর্যন্ত মাইক ব্যবহার করা হচ্ছে। আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমা মানা হচ্ছে না। অভিযোগ রয়েছে, থানায় একাধিকবার জানানো হলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী, আবাসিক এলাকায় রাত ১০টার পর উচ্চশব্দে মাইক, গানবাজনা নিষিদ্ধ। আইন লঙ্ঘনে জরিমানা ও কারাদণ্ডের বিধান থাকলেও বাস্তবে এর প্রয়োগ খুব কম দেখা যায় বলে অভিযোগ নগরবাসীর।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, শব্দদূষণ-সংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি জানান, রাত ১০টার পর উচ্চশব্দে মাইক ব্যবহারের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানা ও ফাঁড়িকে নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে নাগরিকদের ৯৯৯ বা কাছের থানায় অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।

পেট্রাপোল সীমান্তে হিন্দুত্ববাদীদের বাংলাদেশ অভিমুখী লংমার্চ

ফেনী গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

তারেক রহমানের জনসভায় আসার পথে ছাত্রদল নেতা খুন

আ.লীগ নেতার অবৈধ বসতি উচ্ছেদ করল রেল

অপতথ্য ছড়িয়ে নির্বাচনকে ভন্ডুল-বাধাগ্রস্ত করা যেন না হয়

বিএনপির জোট প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ছাত্র ও যুবদলের বিক্ষোভ

শ্রীপুরে জাসাস নেতাকে হত্যা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ধরাছোঁয়ার বাইরে শ্রমিকলীগ নেতা বালু আব্বাস

এনসিপি নেতাকে গুলির মামলায় গ্রেপ্তার তন্বী কারাগারে

তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়