আড়াইহাজারে নিজেদের অটোরিকশা ছিনতাই-এ বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক অটোরিকশা চালক ও তার ভাই। পরে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের গুরুপদী এলাকার টেগুরিপাড়া নতুন সড়কের মোড়ে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা দ্বীন ইসলাম (১৮) ও তাঁর ছোট ভাই রকিব (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জাঙ্গালিয়া বাজার থেকে যাত্রী নিয়ে আতাদী যান দ্বীন ইসলাম। যাত্রী নামিয়ে ফেরার পথে গুরুপদী টেগুরিপাড়া নতুন সড়কের মোড়ে পৌঁছালে হঠাৎ করে ৬ থেকে ৭ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে রাস্তা অবরোধ করে অটোরিকশার গতিরোধ করে। তারা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দ্বীন ইসলাম ও রকিব বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা দুজনকে ছুরিকাঘাত করে এবং অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ছুরিকাঘাতে দ্বীন ইসলামের কানের একটি অংশ কেটে যায়। রকিব শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে জাঙ্গালিয়া বাজারে নিয়ে যান। সেখানে একটি স্থানীয় ক্লিনিকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, অটোটি উদ্ধারের চেষ্টা চলছে।