হোম > সারা দেশ > বরিশাল

মহিপুরে জাটকা নিধন রোধে ইউএনওর অভিযান

আমার দেশ এ সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য বন্দরজুড়ে জাটকা ইলিশ ধরা, বিক্রি ও বাজারজাতকরণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধ বেচাকেনার সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ নিজে বন্দর এলাকায় পরিদর্শনে যান এবং পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন।

এর আগে শনিবার সকালে ‘মহিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন, নেই প্রশাসনের নজরদারি’ শিরোনামে আমার দেশ অনলাইন–এ প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয়, সরকারি নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও বন্দরের আড়তগুলোতে প্রতিদিন অর্ধকোটি টাকার জাটকা কেনাবেচা হচ্ছে, আর প্রশাসনের অভিযান কেবল মহাসড়কেই সীমাবদ্ধ।

প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা দেখা যায়। ইউএনও কাউসার হামিদ মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি মাছ আড়ত, ট্রলার ঘাট ও বাজার এলাকা ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের জাটকা ধরা ও বিক্রি বন্ধে কঠোরভাবে সতর্ক করেন।

ইউএনও কাউসার হামিদ আমার দেশকে বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করা হচ্ছে। নিষেধাজ্ঞার সময় কেউই অপরিপক্ব ইলিশ (জাটকা) ধরতে পারবে না। মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদের বৈধ মাছ ধরায় উৎসাহিত করা ও সচেতনতা বাড়াতে নিয়মিতভাবে নজরদারি পরিচালনা করা হচ্ছে।

এর আগে স্থানীয় মৎস্যজীবীদের একাধিক সূত্র জানায়, সাগরে বড় ইলিশ না থাকায় জেলেরা বাধ্য হয়েই জাটকা ধরছে। বিকল্প জীবিকার ব্যবস্থা না থাকায় নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ ওঠে।

এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দিনগুলোতে বন্দর এলাকার ভেতরে নিয়মিত ও সমন্বিত অভিযান চালানো হবে, যাতে কেউ নিষিদ্ধ জাটকা ধরা বা বিক্রি করতে না পারে।

স্থানীয় সচেতন মহল বলছে, সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়। তবে এই তৎপরতা অব্যাহত না থাকলে ইলিশের ভবিষ্যৎ প্রজনন মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।

শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে পলাতক মাদক কারবারি গ্রেপ্তার

খুলনায় দুর্বৃত্তদের হামলায় আমার দেশ ব্যুরো প্রধানসহ দুই সাংবাদিক আহত

ফেনীতে রেললাইনের ফিশপ্লেট বিচ্ছিন্ন করে নাশতার চেষ্টা

ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী পালিত

ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ পরিণতি হতে পারে : শামীম সাঈদী

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ

ইসলামী আন্দোলনের লোক হয়েও নিক্সন চৌধুরীর ‘মুরুব্বি’, এবার গ্রেপ্তার

কোম্পানীগঞ্জের বিএনপি প্রার্থী ফখরুলের মনোনয়ন বাতিল-বহিষ্কার দাবি

বাঁশখালীতে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভ

আওয়ামী পরিচয়ে আটকের পর বিএনপি পরিচয়ে ছেড়ে দিলো পুলিশ