হোম > সারা দেশ > বরিশাল

অপসো ফার্মার ৫০০ কর্মচারী একসঙ্গে ছাঁটাই

বরিশাল অফিস

বরিশালের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসো স্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের প্রায় ৫০০ কর্মচারী ও শ্রমিককে একসঙ্গে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই হওয়া সবাই কোম্পানির স্টেরিপ্যাক ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

বুধবার দুপুরে তাদের ছাঁটাইয়ের নোটিস দেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কোম্পানির মানবসম্পদ বিভাগের উপব্যবস্থাপক ও এইচআর বিভাগের ইনচার্জ নোটিসটি স্বাক্ষর করেন।

নোটিস পাওয়ার পর ছাঁটাই হওয়া শ্রমিক ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে নগরীর বগুড়া রোডে ওএসএল ফার্মার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় শ্রমিকদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ বিষয়ে আগামী শনিবার কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিশ্রুতি পেয়ে শান্ত হন তারা।

ভুক্তভোগী শ্রমিকরা অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই তাদের চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিস দেওয়া হয়। নোটিস প্রত্যাহার করে ছাঁটাই শ্রমিক ও কর্মচারীদের কাজে যোগদানের সুযোগ না দিলে কোম্পানি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

তারা বলেন, কোনো কারণ ছাড়া আমাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। আমাদের পরিবার-সংসার আছে। এখন এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? সংসার কীভাবে চলবে?

কোম্পানির নোটিসে বলা হয়েছে, ওএসএল ফার্মা লিমিটেডের বগুড়া রোডে অবস্থিত ফ্যাক্টরিতে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টে কর্মরত সব শ্রমিক-কর্মচারীকে অব্যাহত করা যাচ্ছে যে কোম্পানির নিয়ন্ত্রণবহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৬(৩) ধারার বিধান অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের সব শ্রমিক-কর্মচারীদের চাকরি অবসান করা হলো। একই সঙ্গে বাংলাদেশ শ্রম আইনের বিধান অনুযায়ী অবসানকৃত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা আগামী ২০ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে।

দিনাজপুরে সাংবাদিকদের বিক্ষোভ

জাকসু চাকসু ও রাকসু নির্বাচনে বিজয়ী চৌদ্দগ্রামের কৃতী সন্তানদের সংবর্ধনা ‍

ইউনূসের অবস্থা হাসিনার চেয়েও খারাপ হবে: ড. রেদোয়ান

নোবিপ্রবিতে এক বছরেও হয়নি ছাত্রলীগের বিচার

শিবগঞ্জে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে চালক নিহত, শিশু আহত

রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৯

২২ বছর পরিত্যক্ত ঘোষণা ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা

মুখ থুবড়ে পড়েছে সীতাকুণ্ড পৌরসভার নাগরিকসেবা

কুতুবদিয়া ডাকঘরে পাঁচ বছর ধরে বন্ধ ৬ সেবা