বরিশালের মুলাদী উপজেলায় নির্বাচনি প্রচারের অংশ হিসেবে স্টিকার লাগানোর সময় বাংলাদেশ আমার পার্টির (এবি পার্টি) কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। এতে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের এক কর্মী গুরুতর আহত হয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কর্মীর নাম জুনায়েদ। তাকে গুরুতর অবস্থায় মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে ১১ দলীয় জোট প্রার্থী ও বাংলাদেশ আমার পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে ঈগল প্রতীকের স্টিকার লাগাচ্ছিলেন দলের কর্মী-সমর্থকরা। এ সময় মো. স্বাধীব ও মো. রনি নামে দুই ব্যক্তি স্টিকার লাগাতে বাধা দেন। তারা সম্পর্কে আপন দুই ভাই বলে জানা গেছে।
একপর্যায়ে কথা কাটাকাটির জেরে তারা জুনায়েদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় ইট দিয়ে আঘাত করলে জুনায়েদের মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আহতের অবস্থা গুরুতর।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ আমার পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন।
হামলার বিষয়ে বক্তব্য জানতে বরিশাল-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”