ঝালকাঠি- ১ আসনে আনুষ্ঠানিকভাবে অনলাইন এক্টিভেট ড. ফয়জুল হককে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে ঝালকাঠি শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।
ইতোপূর্বে ড. ফয়জুল হক ঝালকাঠি- ১ আসনে (রাজাপুর-কাঠালিয়া) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বচনি প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে এই আসনে প্রথমে জামায়াত ঘোষিত দলীয় প্রার্থী হিসেবে ডা. হেমায়েত হোসেনের নাম ঘোষণা করা হলেও সম্প্রতি দলীয় নির্দেশে তার প্রচারনা স্থগিত করে স্বতন্ত্র প্রার্থী ফয়জুল হকের পক্ষে দলীয় নেতা কর্মীদের কাজ করার নির্দেশ দেয়া হয়েছিল। তবে বুধবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ফয়জুল হকের দলীয় প্রার্থীতা চূড়ান্ত করলো জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ড. ফয়জুল হক সম্প্রতি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার রাতে ঝালকাঠি- ১ আসনে তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়। এর আগেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। এখন থেকে তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে প্রচারণা চালাবেন।
এমপি প্রার্থী ফয়জুল হক বলেন, একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার জন্যই আমি জামায়াতে যোগ দিয়েছি। আশা করি ঝালকাঠি- ১ আসনটি আমি সংগঠনকে উপহার দিতে পারবো। আগামী নির্বাচনে জামায়াতই সরকার গঠন করবে এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমির অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আ. হাই, রাজপুর উপজেলা আমির কবির হোসাইন, ঝালকাঠি পৌর আমির মাওলানা মনিরুজ্জামান ও সদর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার ও ছাত্রশিবিরের জেলা সভাপতি এনামুল হক।