হোম > সারা দেশ > বরিশাল

ছাগল হত্যার দায়ে কৃষক দল সভাপতির নামে মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশালের গৌরনদীতে পাটক্ষেত বিনষ্ট করায় ছাগল পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখার ঘটনায় ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবু কাজীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার সকালে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার দুপুরে থানায় মামলা দায়ের করেন ওই কৃষক। নলচিরা ইউনিয়েনের মধ্য কাণ্ডপাশা গ্রামের এ ঘটনায় রাতেই ছাগলের মালিক দিনমজুর সবুজ হাওলাদার অভিযোগ দায়ের করেছেন।

মধ্য কাণ্ডপাশা গ্রামের বাসিন্দা আনিস হাওলাদারের ছেলে দিনমজুর সবুজ হাওলাদার জানান, তার পালিত ছাগলটি ঘাস খাওয়ানোর জন্য ২৭ এপ্রিল দুপুরে একই গ্রামের মৃত আইয়ুব আলী কাজীর ছেলে ও ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবু কাজীর বাড়ির পাট খেতের অদূরে অনাবাদি জমিতে বেঁধে রাখা হয়। ওইদিন বিকেলে তিনি বেঁধে রাখা ছাগল আনতে গিয়ে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরবর্তীতে ছাগলটিকে আবু কাজীর পাট খেতের পাশের বটগাছের সাথে মৃত অবস্থায় ঝুলানো দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

এসময় পাট খেতের মালিক আবু কাজী এসে ছাগল মালিক সবুজকে জানায় ছাগলটি তার পাট খেত বিনস্ট করেছে। তাই তিনি ছাগলটি মেরে ফেলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আবু কাজী ছাগল মালিককে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। উপায়ান্তর না পেয়ে দিনমজুর সবুজ হাওলাদার ওইদিন সন্ধ্যায় মৃত ছাগলটি নিয়ে থানায় এসে অভিযুক্ত কৃষক দলের ওয়ার্ড সভাপতি আবু কাজীর বিরুদ্ধে ছাগল হত্যার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযুক্ত আবু কাজীর বলেন, সবুজ হাওলাদার আমার নামে মিথ্যাচার করে থানায় অভিযোগ দায়ের করেছেন। কে বা কারা ছাগলটি মেরে ঝুলিয়ে রেখেছে তা আমি জানি না।

এমএস

জেলখানায় খালেদা জিয়ার ওপর বিষ প্রয়োগ করা হয়েছিল

গণসংযোগে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ২০

স্বামীকে গলাটিপে হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আটক

৫৫ বছরেও চিহ্নিত হয়নি স্বরূপকাঠীর অধিকাংশ বধ্যভূমি

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

ছাত্রজীবন থেকে হাদি ছিলেন অসম্ভব মেধাবী: অধ্যক্ষ শহিদুল

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

খোলা আকাশের নিচে ১০২ ভূমিহীন পরিবার

ভোলায় অগ্রণী ব্যাংকে দুর্নীতির ‘শাস্তি’ পদোন্নতি

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সড়ক অবরোধ