হোম > সারা দেশ > বরিশাল

নুরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী বিএনপির হাসান মামুন

গলাচিপা ও দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বিএনপি থেকে নির্বাচনে জোটবদ্ধ হয়ে মনোনয়ন দেয়ায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে হাসান মামুনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এতে করে এই আসনে মুখোমুখি অবস্থানে রয়েছেন নুরুল হক নুর ও হাসান মামুন।

জানাগেছে , গত ২৪ ডিসেম্বর পটুয়াখালী-৩ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনটিতে জোটের প্রার্থী হিসেবে যুগপৎ আন্দোলনের শরিক দল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাম ঘোষণা করেন। এতে তৃণমূল বিএনপি নেতাকর্মীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল শনিবার সকালে দলীয় কার্যালয়ে দশমিনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক বর্ধিত সভার আয়োজন করেন।

সভায় এ আসনটিতে বিএনপির নেতাকর্মীরা ছাড় দিতে নারাজ জোটের প্রার্থীকে। পটুয়াখালী-৩ আসনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। হাসান মামুনের নেতৃত্বে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন নেতাকর্মীরা। তারা বলেন, আসনটি সবসময়ই ছিল আওয়ামী লীগের দখলে। গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘কেন্দ্র কিভাবে নমিনেশন দিছে তা আমরা জানি না। কিন্তু তৃণমূল বিএনপির সিদ্ধান্তে হাসান মামুন নির্বাচন করবে। মার্কা যাই হোক, আমরা হাসান মামুনের সঙ্গে আছি।

জানা যায়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ছিলেন মনোনয়ন প্রত্যাশী। এই আসনটিতে হাসান মামুন ছাড়া বিএনপির অন্য কোনো শক্তিশালী প্রার্থী নেই।

বর্ধিত সভায় টেলিফোনে বক্তব্য দেন হাসান মামুন। তিনি বলেন, ‘গত ৪৬ বছর এখানে বিএনপি কোনো সংসদ সদস্য পায়নি। তৃণমূল বিএনপি নেতাকর্মীদের সিদ্ধান্তে আমি নির্বাচন করব। এছাড়াও গলাচিপা-দশমিনার নেতাকর্মীরা কোনো জোটের প্রার্থীকে মানে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটি ঐতিহাসিক বিজয়ের মুহূর্তে রয়েছি। সেই বিজয়কে কাজে লাগিয়ে আমরা এই গলাচিপা-দশমিনাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।’

এদিকে বিএনপি ও গণঅধিকার পরিষদ উভয় দলের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহের পরে স্থানীয় সাংবাদিকদের সিদ্দিকুর রহমান বলেন, ‘পটুয়াখালী-৩ আসনের জননন্দিত নেতা হাসান মামুন। আমরা বিএনপির বাইরে কাউকে ভোট দেব না।’ এ নিউজ লেখা পর্যন্ত বিএনপির হাসান মামুনসহ নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের জন্য ঢাকায় অবস্থান করছিলেন।

গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু বলেন, ‘গত বুধবার আমরা মনোনয়ন ফরম তুলেছি। আগামী ২৯ ডিসেম্বর আমরা মনোনয়ন ফরম জমা দেব। এ ব্যাপারে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্যের জন্য ফোন দিলে তিনি রিসিভ করেননি।

আমার দেশ পত্রিকার উজিরপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

ডেভিল হান্টে আ. লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

বরিশাল অঞ্চলের তিনটি লঞ্চের রুট পারমিট বাতিল

দেশে আর পতিত নির্বাচন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

চরফ্যাশনে জামায়াতে যোগ দিলেন বিএনপির ১০ কর্মী

নাশকতা মামলায় গ্রেপ্তার ইন্দুরকানী যুবলীগের সভাপতি

লালমোহনে বরই চাষে সফলতা

ঝালকাঠিতে শহীদ ওসমান হাদি স্মরণে দোয়া মাহফিল

ভোলা-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

সাংবাদিক খলিলের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন