আমাকে স্যার বলে দূরে রাখবেন না, আমি আপনাদের ভাই হয়ে থাকতে চাই। আমি নেতা নই, আমি আপনাদেরই একজন কর্মী। আপনারা আমাকে ভাই মনে করবেন, আপনার সুখ-দুঃখের সাথী হয়ে পাশে থাকতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
রোববার বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে মাধবপাশা ইউনিয়নের দারোগার হাট, দেহেরগতি ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড এবং রহমতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
তিনি বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চান।
প্রার্থী আরও উল্লেখ করেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার অত্যন্ত জরুরি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
গণসংযোগকালে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিব, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রাজন শিকদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।