হোম > সারা দেশ > বরিশাল

স্থানীয়দের উদ্যোগে নির্মিত সেতু উদ্বোধন করলেন এডিসি

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরে ১৩ বছর আগে ভেঙে পড়া একটি সেতু স্থানীয় উদ্যোগে নির্মাণের পর শুক্রবার উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর সদর উপজেলার বাদুরা খালের ওপর মল্লিকবাড়ী-বাদুরা নামক সংযোগ সেতুটি শুক্রবার সন্ধ্যার দিকে উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড এস. এম. আল আমীন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম অ্যাডভোকেট, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো: মনিরুজ্জামান নাসিম আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শংকরপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মল্লিক নাসিরসহ জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেতু উদ্বোধন উপলক্ষে স্থানীয়রা একটি সভারও আয়োজন করে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ১৩ বছর আগে বাদুরা খালের ওপর মল্লিকবাড়ী-বাদুরা নামক সংযোগ সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে খালের দুই তীরের অন্তত দশ গ্রামের লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সেতুটি পুনর্নির্মাণ না হওয়ায় এলাকাবাসী পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় নিজেদের উদ্যোগে ১২ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে।

স্থানীয়রা জানান, দীর্ঘ ভোগান্তির অবসান ঘটায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সেতুটি নির্মাণের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থা আগের মতো স্বাভাবিক হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান

বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফ্যাসিবাদ নির্মূল করতে পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে

পাথরঘাটায় ইউএনওকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

পিরোজপুর-২ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিস ভাঙচুর-গুলি

নুরের আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

পিরোজপুরে নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ

সড়কে প্রাণ গেলো আমার দেশ প্রতিনিধির মেয়ের