হোম > সারা দেশ > বরিশাল

কলেজের অফিস ভাঙচুরের ভিডিও ভাইরাল, বহিষ্কার সেই ছাত্রদল নেতা

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর ও এর ভিডিও ফেসবুকে ভাইরাল করার অভিযোগে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ইমরান আহমেদ সবুজ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ।

কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদিত বহিষ্কারাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার রাতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কারাদেশে তার সাথে কোনোরূপ সম্পর্ক না রাখতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়।

কলেজে ভাঙচুরের ভিডিও ছড়িয়ে পড়লে এর বিরুদ্ধে ফেসবুকে প্রতিবাদ শুরু হয় এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি উঠে। ফেসবুক দেখে ওই যুবকের পরিচয় নিশ্চিত হয়ে শুক্রবার রাতে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিবকে দল থেকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, বহিস্কৃত ওই ছাত্রদল নেতা সজীব বৃহস্পতিবার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে একটি অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। ওই সময়ে তার সঙ্গে থাকা অন্যরা ভাঙচুরের ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করে। এ নিয়ে তোলপাড় শুরু হলে কলেজ অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায় বিষয়টি পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ পিরোজপুর সদর থানায় একটি সাধারন ডায়েরি করে।

কলেজ অধ্যক্ষ পান্না লাল রায় জানান, ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তবে কি কারণে কলেজে এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে তা জানাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, কলেজের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান

বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফ্যাসিবাদ নির্মূল করতে পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে

পাথরঘাটায় ইউএনওকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

পিরোজপুর-২ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিস ভাঙচুর-গুলি

নুরের আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

পিরোজপুরে নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ

সড়কে প্রাণ গেলো আমার দেশ প্রতিনিধির মেয়ের