হোম > সারা দেশ > বরিশাল

গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা বললেন

জেলা প্রতিনিধি, ভোলা

গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল হতে বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর।

বুধবার ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

বরিশাল অঞ্চলের উপ-প্রধান তথ্য অফিসার মোছা. আফরোজা নাইচ রিমার সভাপতিত্বে ও বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার, আহসান কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান ও বিশেষ অতিথি ছিলেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের এমন কোনো তথ্য নেই, যা গণমাধ্যমের কাছে নেই। আইন-আদালত কোনো কিছুই গুজব প্রতিরোধ করতে পারে না। যদি না সেটা গণমাধ্যম প্রতিরোধের চেষ্টা না করে। সুতরাং সাংবাদিক, সংবাদপত্র এবং গণমাধ্যম এ গুজব প্রতিরোধ করার একমাত্র হাতিয়ার। এক্ষেত্রে সাংবাদিকরা নিজ নিজ জায়গা থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশা বক্ত করেন তারা।

সভায় মতামত প্রকাশ করেন, ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরনবী, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ শওকাত হোসেন, দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, কালবেলা জেলা প্রতিনিধি ওমর ফারুক, অমৃতালোকের সহকারী সম্পাদক এম এ বারি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শাহাদাত শাহীন,৭১ টেলিভিশন জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, নতুন সময় জেলা প্রতিনিধি মশিউর রহমান পিঙ্কুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

চাঁদা না পেয়ে মব সৃষ্টি করে নারী উদ্যোক্তার প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ

উজিরপুরে ওয়ার্ল্ড ভিশন ও সিআরএসএসের উদ্যোগে কর্মশালা

পটুয়াখালী-৩, দলীয় প্রার্থীর বাহিরে ভোট দিতে নারাজ বিএনপির কর্মীরা

ছয় বছর পর বসানো হল স্প্যান, ডিসেম্বরেই খুলছে স্বপ্নের গোমা সেতু

কামালের মনোনয়ন স্থগিত, আনন্দ-উল্লাস নেতাকর্মীদের

বাকসুর খসড়া গঠনতন্ত্র নিয়ে অসন্তোষ শিক্ষার্থীদের, পরিবর্তন দাবি

মঠবাড়িয়ায় ডিজিটাল এক্সচেঞ্জের জায়গাটি এখন ভূতুড়ে ভবন

মাদক সেবনের দায়ে ৮ জনের কারাদণ্ড

জমি দান না করেও দাতা সদস্য, অধ্যক্ষের মতে ‘সামান্য’ ব্যাপার

বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার