হোম > সারা দেশ > বরিশাল

কামালের মনোনয়ন স্থগিত, আনন্দ-উল্লাস নেতাকর্মীদের

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায় মাদারীপুর-১, শিবচর আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কামাল জামান মোল্লার নাম ঘোষণার পরপরই এলাকায় বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করেছে বিএনপি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অনিবার্য কারণে’ ওই আসনে তার প্রার্থিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যদিও নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। মঙ্গলবার প্রার্থিতা স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আনন্দ-উল্লাস ও বিশেষ মোনাজাতের আয়োজন করে ২০১৮ বিএনপি মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকীর কর্মী-সমর্থকরা। এ সময় লাবলু সিদ্দিকীর বাড়িতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এ সময় মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রার্থী কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয়েছিল।

মাদারীপুর-১ আসনের স্থগিত হওয়া প্রার্থী জামান কামাল নুরুদ্দিন মোল্লা ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিকভাবে তার পরিবারও বেশ প্রভাবশালী। তার ভাই লতিফ মোল্লা শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

৩ নভেম্বর রাতে মনোনয়নের খবর প্রচার হতেই শিবচর এলাকায় বিএনপি নেতা সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে সড়ক অবরোধ করেন। তারা স্থানীয় নেতৃত্বকে মনোনয়ন দেয়ার দাবিতে স্লোগান দেন ও অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাবলু সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে তারা অবরোধ তুলে নেন এবং যানচলাচল স্বাভাবিক হয়। এরপর ৪ নভেম্বর দলীয় দফতর থেকে জানানো হয় যে, অনিবার্য কারণে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর অনুসারী শিবচর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির হাওলাদার বলেন, মাদারীপুর-১ শিবচরের দুর্দিনের কাণ্ডারি সাজ্জাদ হোসেন সিদ্দিকী, ২০১৮ সালের কঠিন পরিস্থিতির মধ্যেও বিএনপি নির্বাচন করেছেন। তিনি বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। আমরা আশা করছি, আগামী সংসদ নির্বাচনে তাকেই নমিনেশন দেওয়া হবে। কোন বিতর্কিত লোকজনদের নমিনেশন না দেয়ার জন্য অনুরোধ করছি।

বাকসুর খসড়া গঠনতন্ত্র নিয়ে অসন্তোষ শিক্ষার্থীদের, পরিবর্তন দাবি

মঠবাড়িয়ায় ডিজিটাল এক্সচেঞ্জের জায়গাটি এখন ভূতুড়ে ভবন

মাদক সেবনের দায়ে ৮ জনের কারাদণ্ড

জমি দান না করেও দাতা সদস্য, অধ্যক্ষের মতে ‘সামান্য’ ব্যাপার

বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

এক কোরাল ২৫ হাজার ৬৫০ টাকায় বিক্রি

ঝালকাঠি -২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো

জামায়াত ভোটে জিতলে বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিণত করবে

মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা মাহতাব গ্রেপ্তার

বরিশালের ৬ সংসদীয় আসনের মনোনয়ন পেলেন যারা