হোম > সারা দেশ > বরিশাল

গোপালগঞ্জে ৯১০ জনকে আসামি করে সন্ত্রাস-বিরোধী আইনে মামলা

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় থানা পুলিশ বাদি হয়ে গোপালগঞ্জ সদরে দুটি, কোটালীপাড়ায় একটি ও কাশিয়ানীতে একটি সন্ত্রাস-বিরোধী আইনে মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। ওই চার মামলায় ২০০ জনের নাম উল্লেখ ও ৭১০ জনকে অজ্ঞাত সহ মোট ৯১০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানা পুলিশ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ মো. শাহ আলম জানিয়েছেন, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনায় পুলিশ বাদি হয়ে গত ১৪ নভেম্বর রাতে গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম এর পুত্র শেখ নাইমকে প্রধান আসামী করে ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫০ জনকে অজ্ঞাতনামাসহ ৩১৮ জনকে আসামী করে সদর থানায় মামলা হয়। এরমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া ১৩ নভেম্বর ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশায় মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ ঘটনায় ১৫ নভেম্বর রাতে গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুল কুদ্দুস বাদি হয়ে ৩২ জনের নাম উল্লেখ ও ২২০ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।

অপরদিকে, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, কোটালীপাড়া থানায় গত ১৪ নভেম্বর দায়ের করা মামলায় ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০ জনসহ মোট ৫৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামি ১ জনকে শনিবার (১৫ নভেম্বর) ও অপরজনকে আজ রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ১৫ নভেম্বর রাতে ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনসহ ২৮৪ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে।

তিনি আরো জানান, এ মামলার আসমি গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। এখনো কোন আসামি গ্রেপ্তার হয়নি। প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর কর্মসূচির সময় গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের গাড়িতে ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরানো হয়, এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। অজ্ঞাত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এতে অংশ নেয়।

বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফ্যাসিবাদ নির্মূল করতে পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে

পাথরঘাটায় ইউএনওকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

পিরোজপুর-২ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিস ভাঙচুর-গুলি

নুরের আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

পিরোজপুরে নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ

সড়কে প্রাণ গেলো আমার দেশ প্রতিনিধির মেয়ের

বিএনপির বঞ্চিত নেতাদের মাঠে নামানো চ্যালেঞ্জ