হোম > সারা দেশ > বরিশাল

কাঁঠালিয়ায় ব্রিজের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, কাঠালিয়া (ঝালকাঠি)

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতাল সংলগ্ন ধোপার নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দ্রুত শেষের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন, র‌্যালি ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় “ইয়ুথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন”-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শত শত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে অংশ নেন। বক্তারা জানান, ধোপার নদীর ওপর ব্রিজটির নির্মাণকাজ ২০২১-২২ অর্থবছরে শুরু হয় এবং ২০২৩ সালের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় আজও প্রকল্পের ২০ শতাংশ কাজও সম্পন্ন হয়নি। ঠিকাদার কাজ ফেলে গাঢাকা দিয়েছে বলে অভিযোগ করেন তারা।

ফলে বিকল্প হিসেবে ব্যবহৃত লক্কড়-ঝক্কড় কাঠের সেতুটি ভেঙে পড়ার উপক্রম। ওই ভাঙাচোরা সেতুর ওপর দিয়েই প্রতিদিন ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কাঁঠালিয়া উপজেলার একমাত্র আমুয়া হাসপাতালের রোগী, আমুয়া বন্দর ও আশপাশের তিনটি বাজারের হাজারো মানুষ যাতায়াত করছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ব্রিজটির নির্মাণকাজ শেষ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইয়ুথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের সভাপতি মো. মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক, জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা আমির মাস্টার মো. মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার প্রমুখ।

বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফ্যাসিবাদ নির্মূল করতে পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে

পাথরঘাটায় ইউএনওকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

পিরোজপুর-২ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিস ভাঙচুর-গুলি

নুরের আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

পিরোজপুরে নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ

সড়কে প্রাণ গেলো আমার দেশ প্রতিনিধির মেয়ের

বিএনপির বঞ্চিত নেতাদের মাঠে নামানো চ্যালেঞ্জ